আসসলামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভাল-ই আছেন।
ছোট বেলাতে আমরা সবাই কম/বেশি নোকিয়া ফোনের গেমস খেলেছি আজকে আলোচনা করবো কিভাবে আমাদের হাতে থাকা এন্ড্রয়েড ফোনে কিভাবে সেই গেমসগুলো খেলবো
গেমসগুলো আপনারা যেকোন Andorid ফোনে খেলতে পারবেন।তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Snake Xenzia Rewind 97 reto
অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন https://play.google.com/store/apps/details?id=com.hta.snake
তারপর ওপেন করুন
এই গেমসটি নোকিয়া ফোনের সেরা একটি গেমস ।যারা নোকিয়া ফোন ব্যাবহার করেছে একমাত্র তারাই জানে এই গেমসটি কতটুকু বিনোদনের। এখন এই গেমসটি আপনি চাইলে আপনার হাতের এন্ড্রয়েড ফোনেও খেলতে পারবেন।
দ্বিতীয়তে রয়েছে নোকিয়া জনপ্রিয় গেমস Bounce classic
গেমসটি আপনার Andorid ফোনে খেলতে চাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Bounce Classic অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
https://play.google.com/store/apps/details?id=com.genico.bounce
তারপর প্লে করুন
দেখুন ছোটবেলার সেই গেমস এখন আপনি আপনার Andorid ফোন দিয়ে খেলছেন।গেমসটিতে অনেক লেভেল রয়েছে তাই সময় কাটানোর জন্য এই গেমসটির তুলনা হয়না।
তৃতীয় নাম্বারে রয়েছে নোকিয়ার এক অন্যতম গেমস Space Defence
গেমসটি ডাউনলোড করতে চাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন।অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.spaceage
গেমসটি হলো রকেট শুটিং গেমস। আপনার একটি রকেট আছে আপনার টার্গেট থাকবে অন্য রকেট গুলো গুলি করে মেরে ফেলতে হবে। গেমসটি আমি ছোট বেলাতে Nokia ফোনে অনেক খেলেছি। আমার মনে হয় অনেকেই কম/বেশি এই গেমসটি খেলেছেন। এখন আপনারা চাইলে এই গেমসটি আপনার প্রিয় এন্ড্রয়েড ফোনেও খেলতে পারবেন।
পুরোনো সব স্মৃতিময় গেমস গুলো আবার নতুন করে জাগ্রতো করতে এখনি ডাউনলোড করে নিন।
পোস্টের কোথাও ভুলক্রটি হয়ে থাকলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
তো আর কথা না বাড়িয়ে এইখানেই বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু
আমার সাথে যোগাযোগ করতে চাইলে
সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন আর নিয়মিত ট্রিকবিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ
ধন্যবাদ