আশা করি আল্লাহ্ সকলকেই ভালো রেখেছেন।
আজ আপনাদের সাথে আমার খুবই প্রিয় একটি গেইম শেয়ার করার জন্য লিখতে বসলাম।
এটি এমন একটি গেইম, যা আপনার বিরক্তিকর সময় পার করতে খুবই সাহায্য করবে।
ধরুন আপনি কারো জন্য অপেক্ষা করছেন, তো সেই সময়টা কাটাতে এই গেইম খেলতে পারেন।
এই গেইমটিতে এতো লেভেল আছে যে আপনি খেলে শেষ করতে পারবেন না।
Game Name: Garden Balls – Pin Pull Games
Download Link 1: Click To Download (Play Store)
Download Link 2: Click To download (Mod)
আপনাদের জন্য Mod ভার্সন ডাউনলোড Link ও দিয়ে দিলাম। (Mod ভার্সন এ কোন এড আসবে না)
গেইমটিতে আপনাকে কতোগুলো বিভিন্ন রঙ এর বল দেওয়া হবে।
বিভিন্ন বাধা পার করে আপনাকে বলগুলোকে নিচে রাখা একটি পাত্রে ফেলতে হবে।
আপনি যতো বেশি বল পাত্রে ঢুকাতে পারবেন, আপনার স্কোর ততো বাড়তে থাকবে।
আপনি যতো লেভেল পার করবেন, বল গুলো পাত্রে ফেলা আপনার জন্য ততো কঠিন হয়ে আসবে।
আপনার স্কোর দিয়ে আপনি নিজের বাগান বানাতে পারবেন এবং আপনার গেইম প্রোফাইল এ আপনাকে দেওয়া একটি ঘর সাজাতে পারবেন।
আমার কাছে গেইম টি খুব ভালো লাগে, এবং এটিই এখন আমার বোরিং সময় পার করার উপায় হয়ে উঠেছে।
তাই আশা করি গেইম টি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রিয় প্লাটফরম “ট্রিকবিডিতে” এটিই আমার ২য় গেইম রিভিউ তাই আমার লিখার মাঝে কোথাও বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ।