Site icon Trickbd.com

গ্রামীণফোনে ফেসবুক ফ্রি এবং সাথে একাধিক ওয়েব সাইট ফ্রি ব্যবহার করুন।।

Unnamed

গ্রামীণফোন ব্যবহারকারীদের
মধ্যে যারা এখনো ইন্টারনেট ব্যবহার
করেন না তাদের জন্য নতুন অফার চালু
করেছে গ্রামীণফোন। ইজিনেট
নামের এই অফারে ইন্টারনেট সমর্থন
করে এমন হ্যান্ডসেট দিয়ে
বিনামূল্যে ফেসবুক ব্যবহার করা
যাবে।
ফেসবুক ছাড়াও গুগলসহ কয়েকটি
ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করা
যাবে। গ্রামীণফোনের

বিনামূল্যের ইন্টারনেট ব্যবহার করার
জন্য ডায়াল করুন *৫০০০*৫৫# ফিরতি
ম্যাসেজেই পেয়ে যাবেন লিংক।
http:// wap.gpstore.co/easynet এই
লিংকে ক্লিক করলেই চালু হবে
বিনামূল্যের ইন্টারনেট।
তারপর ফেসবুক ব্যবহারের জন্য একটা
আইকন দেখাবে। ফেসবুকের এই আইকনে
ক্লিক করলেই চালু হবে ফেসবুক।
ইজিনেটের মাধ্যমে ফেসবুক থেকে
অন্য লিংকে যাওয়া যাবে না। যদি
অন্য লিংকে যেতে চান তবে
প্যাকেজ কিনতে হবে। ইজিনেটের
মাধ্যমে ২ টাকার প্যাকেজ কেনা
যাবে।
তাই আর দেরি না করে দিনে-
রাতে সব সময় ব্যবহার করুন
গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট।