Site icon Trickbd.com

৫ টাকায় ১ জিবি + ১০ টাকায় ২ জিবি + ৯ টাকায় ১ জিবি + ৩ জিবি ফ্রি পুরাই ফ্রি

৫ টাকায় ১ জিবি + ১০ টাকায় ২ জিবি গ্রামীন + ৯ টাকায় ১ জিবি একটেল + ৩ জিবি ফ্রি এয়ারটেল

বর্তমানে মোবাইল কোম্পানি গুলার চরম সব অফার চলছে। সবগুলো অফার বন্ধ সিমের জন্য প্রযোজ্য। আসুন একটি একটি করে জেনে নেই কিভাবে এই অফার গুলো উপভোগ করবেন।

গ্রামীন অফার:

গ্রামীনে বন্ধ সিমে চলছে মোট ২ টি অফার। ১ জিবি ইন্টারনেট পাবেন ৫ টাকায়। ৫০০ এমবি যেকোন ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবেন এবং ৫০০ এমবি ব্যবহার করতে পারবেন ফেসবুকে। এই ৫ জিবির মেয়াদ ৭ দিন। তবে মেয়াদ কোন সমস্য না। ছোটখাট কোন প্যাকেজ কিনে সহজেই মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। Open Internet ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*10# আর Facebook Internet এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*1#।

 

১০ টাকায় ২ জিবি অফার
এই টিউনটি টেকটিউনে হট টিউনার এর তালিকায় ইতোমধ্যেই স্থান পেয়েছে। ফরিদ শাহাবুদ্দিন ভাই অত্যন্ত সুন্দরবাবে বর্ণনা করেছেন। উনার ভাষ্যটাই উঠিয়ে দিচ্ছি। আপনার যদি একটা বন্ধু জিপি সিম থাকে তবে প্রথমে আপনি যে কোন জিপি সিম থেকে অফারটি পাবেন কিনা তা চেক করে নিন ফ্রি!!। মেসেজ এ লিখুন JUL space number এবং সেন্ড করুন ৯৯৯৯ যদি ফিরতি মেসেজ এ আপনি এমন একটা মেসেজ পান যে, আপনি আধাপয়সা কল রটে পাচ্ছেন। ব্যাস আপনি ভাগ্যবান।
তার পর আপনি প্রথমে মোবাইলে ১১ টাকা ব্যালেন্স রেখে *৫০০*৯১# ডায়াল করুন এবার আপনি মেসেজ পাবেন যে আপনি ২ জিবি ইন্টারনেট ফেবু+ মেইন পায়ছেন মেয়াদ ১ মাস। আপনি পরে আরো একটা কনফারমেয়শন মসেজ পাবেন তখন ডায়াল করুন *৫৬৬*১০# দেখুন ১ জিবি ইন্টারনেট আর *৫৬৬*১# ডায়াল করে দেখুন১ চিবি ফেবু ইন্টারনেট। এবার আপনি ১ মাসের মধ্যে আরো ৯ বার নিতে পারবেন ইচ্ছা করলে একসাথে পর পর নিতে পারবেন। আপনি আরো ১০০ টাকা রেখে একই নিয়মে ডায়াল করতে থাকুন ১ জিবি নিশ্চিত হলে তার পার আবার ডায়েল করবেন। আমি আপনাদের সাজেষ্ট করব যে একসাথে ১০ জিবি নিন।

আরও বিস্তারিত দেখুন : জিপি ১০ টাকায় ২ জিবি

রবি অফার:

রবিতে ৯ টাকায় দিচ্ছে ১ জিবি ইন্টারনেট এটা অনেক পুরাতন কথা। তবে অফারটি এখনো চালু আছে। যারা মিস করেছেন তাদের জন্য ডায়াল করতে হবে *৮৬৬৬*০৯#

এয়ারটেল অফার :

১৯ টাকা রিচার্জে ৩ জিবি ফ্রি। এই ৩ জিবি দেওয়া হবে ৩ মাসের ৩ কিস্তিতে। ১৯ টাকা মুল ব্যালেন্স থেকে যাবে। সাথে প্রতিমাসে ১ জিবি করে নতুন যোগ হবে।

এত অফার দেখে মনে হচ্ছে কয়েকটা করে সবগুলো কোম্পানির সিম কিনে ফেলি আর বন্ধ করে রাখি। বলাতো যায় না ককন কোনটা কাজে লাগে।