Site icon Trickbd.com

HTTP custom Config ফাইল এখন নিজেই তৈরি করুন

আমি দুঃখিত এই পোস্টটি পরে করে করার জন্য । ব্যাক্তিগত কিছু সমস্যা ছিল।

যাই হোক, আপনাদের জন্য নিয়ে আসলাম Http Custom এর config ফাইল তৈরি করার পোস্ট।

আপনারা আজকের পোস্ট থেকে যা যা জানতে পারবেন :

১. কিভাবে HTTP Custom এর config file তৈরি করে Bioscope Mb Bypass করবেন ।

২. Http Custom এর কোন অপশন গুলো কিভাবে কাজ করে বিস্তারিত।

আমি আশা করছি এই পোস্টটি পড়ার পরে , আপনাকে bioscope mb খুব সহজেই bypass করতে পারবেন। এবং বিস্তারিত ধারণা পাবেন সব প্রটোকল সম্পর্কে।

Http হচ্ছে Hypertext transfer protocol । কিন্তু এটি ছাড়াও আরো অনেক ইন্টারনেট প্রটোকল আছে। যেমন:

১. SSH

২. V2ray

৩. TCP

৪. ইত্যাদি

 

আজকে SSH সার্ভার তৈরি করা শিখাবো।

ফ্রীতে SSH server provider অনেক ওয়েবসাইট আছে। তার মধ্যে যেসব অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে তার একটি লিস্ট নিচে দিচ্ছি।

১. sshstores

২. createssh

৩. greenssh

৪. akunssh

৫. Open tunnel

এগুলোর মধ্যে আমি আজকে দেখাবো createssh । চলুন তাহলে শুরু করা যাক।

১. প্রথমে আপনারা https://createssh.net/ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন।

২. একটু নিচের দিকে যাবেন । দেখবেন SSH 3 days, SSH 7 days ,SSH 30 days এর সার্ভার গুলো দেওয়া আছে।

৩. এগুলোর মধ্যে আপনার পছন্দমত একটু সিলেক্ট করুন।

৪. আমি SSH 3 days সিলেক্ট করছি। আপনি আপনার মতো সিলেক্ট করবেন।

 

৫. তারপর নিচের দেখুন Singapur সার্ভার আছে। এটি সিলেক্ট করুন।

৬. এখন আপনাদের সামনে সব সিঙ্গাপুর সার্ভার গুলো আসবে। কিন্তু আপনি দেখবেন কোনো সার্ভার খালি আছে কি না ।

৭. যদি না থাকে তাহলে আপনি 2nd পেজ এ যান।

৮. এইখানে সার্ভার ফ্রী আছে। Create account বাটনে ক্লিক করুন।

৯. নিচে দেখুন , username, password দেওয়ার জায়গা আছে। আপনি আপনার মন মতো দিন। তারপর I agree চেকবক্সে ক্লিক করে create account বাটনে ক্লিক করুন।

১০. দেখবেন আপনার account তৈরী হয়েছে।

১১. Copy বাটনে ক্লিক করে কপি করে নিন। Nodepad এর মধ্যে রাখুন।

১২. আপনি যদি Http Custom ডাউনলোড না করে থাকেন। নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।

HTTP CUSTOM : CLICK HERE

আসা করছি যারা এই পোস্টটি দেখছেন তারা Bioscope MB কিনতে পারবেন। যদি না পারেন, আমার previous পোস্ট দেখতে পারেন।

Bioscope MB : click here

১৩. আপনি যেভাবে সার্ভার সেটআপ করবেন নিচে screenshot দেখুন।

১৪. সার্ভার তৈরির ফরমেট হলো : Host:443@username: password

১৫. আশা করছি আপনারা তৈরি করতে পারবেন  এইভাবে।

১৬. সার্ভারটা কপি করুন এবং Http Custom উপরে পোস্ট করুন ।

১৭. এখন সবথেকে গুরত্বপূর্ণ বিষয় । ডান পাশে উপরে 3line বাটনে ক্লিক করুন। তারপর SNI ক্লিক করুন।

১৮. SNI টিক চিহ্ন দিন। যদি থাকে তাহলে রাখুন।

১৯.  SNI তে লিখুন ( bioscopelive.com ) . তারপর সেভ করুন।

২০. সব কাজ মুটামুটি শেষ।

২১. চলুন এখন কানেক্ট করি ।

আমার কানেক্ট হয়ে গেছে। চলুন স্পীড চেক করি। ?

আশা করি এখন থেকে আর অন্যের ভরসায় থাকতে হবে না । নিজেই কনফিগ ফাইল বানিয়ে সবাইকে দিতে পারবেন।

আপনাদের কাছে একটি অনুরোধ , কেউ এসব কনফিগ ফাইল বানিয়ে বিক্রি করবেন না ।

আরো ফ্রী নেট সম্পর্কে পোস্ট লাগলে বলবেন । হেল্প করার চেষ্টা করবো।

ধন্যবাদ সবাইকে।

Exit mobile version