Site icon Trickbd.com

Gp Free internet With Unlimited Download Trick in Uc Browser

Unnamed


সেই যে ফ্রী আনলিমিটেড
ইন্টারনেট বন্ধ হল এখনো পর্যন্ত
আর কোনো ভাবে হল না। অবশ্য এর
মাঝে হাতে গোনা কিছু পদ্ধতি বের
হয়েছিল কিন্তু সেগুলো কে ফ্রী
ইন্টারনেট না বলে ফ্রী যন্ত্রণা বলা
যায়। রেগে যাচ্ছেন নাকি? মনে
করছেন ফ্রী ইন্টারনেট বলে এত
কথা বলছে কেন!! আরে ভাই আমিও
একটু ফ্রী কথা বলে নিচ্ছি
যাইহোক কাজে আশা যাক :
প্রথমে দুইটা কথা বলে রাখি

১. আমি গ্রামীনফোন বাংলালিংক ও রবি
তে পরীক্ষা করে দেখেছি এবং
সফল ভাবেই ফ্রী নেট চলেছে
আর এর মানেই সব সিমেই চলবে

২. আমি মডিফাই Uc Browser ব্যবহার
করেছি এই জন্য যে Uc দিয়ে খুব ভাল

করে ডাউনলোড করা যাই।

৩. যে সিমই ব্যবহার করেন না কেন সিম
এ অবশ্যই একটা প্যাক চালু রাখতে হবে।

:::: ৪. আগে UC Browser ইন্সটল
থাকলে অবশ্যই আনইন্সটল করে
নিবেন ::::
প্রক্রিয়াঃ

১. প্রথমে এই লিংক থেকে হ্যান্ডেলার
টা ডাউনলোড করে নিন

Click Here To Download Uc Browser

মনে রাখবেন এখানে এই Uc টাতে
কাজ করা হয়েছে তাই এই Uc ছাড়া কিন্তু
কাজ করবে না.
২. Uc টা ইন্সটল দিন। ইন্সটল দিতে কিছু
মেগা বা ১-২ টাকা সিমে রাখবেন।

৩. ব্রাউজার টা ওপেন হলে Enter URL এ
কিন্তু কোনো URL বা সাইট এড্রেস
লিখবেন না। আবারো বলছি Enter Site
বা সাইট এড্রেস লিখবেন না।

৪. ব্রাউজার এর হোমপেজে
দেখবেন কয়েকটা সাইট এর লিংক দিয়া
আছে। এবার পিকচারের দেখানো +
আইকন এ ক্লিক করুন এরপর একটা বক্স

আসবে নতুন সাইট এড করার জন্য
Name:google url: m.google.com দিয়ে সেভ
করে এবার ব্রাউজার এর হোম পেজ এ
এসে আপনি যে নতুন সাইট এড করলেন
সেটা দেখতে পারবেন সেখানে
ক্লিক করুন দেখবেন google.com এ
যাবে এবার ওই পেজ এ url কেটে
দিয়ে আপনার যে সাইট এ জেতে চান
সেটা টাইপ করে ফ্রী নেট ব্যবহার
করতে থাকুন।

কোনো সমস্য হলে আমাদেরকে জানাতে ভুলবেন না