Site icon Trickbd.com

গ্রামীনফোনে সম্পূর্ণ নতুনভাবে নিয়ে নিন ২০ মেগাবাইট ইন্টারনেট একদম ফ্রী।। (সর্বোচ্চ ১০ বার)। সময় থাকতে নিয়ে নিন।

Unnamed

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহপাক রাব্বুল আলামিন।

তো আর কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি।
আমি জানি আপনি ও জানেন
গ্রামীণফোন সকল গ্রাহকদের দিচ্ছে ২০ মেগাবাইট ইন্টারনেট একদম ফ্রি।।

কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমার অনেক ভাই/বোন সেই ২০ মেগাবাইট ফ্রী পাওয়া থেকে বঞ্চিত হন। অনেকে বলেন ২০ মেগাবাইট দিয়ে কি করবো
ইউটিউবে ৫ মিনিট ভিডিও দেখলে শেষ। আরে ভাই ২০ মেগাবাইট ইন্টারনেটের কি মুল্য তখনই বুঝতে পারা যায়, যখন সিমে কোনো মেগাবাইট থাকেনা। যাহোক বেশী বলে ফেললাম।

গ্রামীণফোন কিন্তু ২০ মেগাবাইট দুইভাবে দেয়।

১)ডায়াল করুনঃ *5000*168#

এই প্রক্রিয়ায় যদি আপনি মেগাবাইট পান তাহলে মেসেজটি আসবে এরকমঃ 20MB Free Internet pack will be started soon. Pack Balance *121*1*2#
একবারই আপনাকে ২০ মেগাবাইট দেওয়া হবে।

যার মেয়াদ ১ দিন।

মেগাবাইট চেক করতে ডায়ালঃ- *566*10#

যদি আপনি এই প্রক্রিয়ায় মেগাবাইট না পান তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।

২)ডায়াল করুনঃ *5000*160#
এই প্রক্রিয়ায় যদি আপনি মেগাবাইট পান তাহলে মেসেজটি আসবে এরকমঃ Congratulations with your GP offer! 20MB Free Internet pack will be started soon. Pack Balance *121*1*2#
আপনি ২০ মেগাবাইট করে সর্বোচ্চ ১০ বার নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার মেগাবাইট পাওয়ার পর পর ডায়াল করতে হবে।
যখন আপনার ইন্টারনেট ব্যালেন্স ২০০ মেগাবাইট হবে, তখন আর পাবেন না। মানে আপনি ১০বার নিয়ে ফেলেছেন।

যার মেয়াদ ৭ দিন।

মেগাবাইট চেক করতে ডায়ালঃ- *566*10#
বিঃদ্রঃ-কিছু কিছু সিমে এই অফারটি নাও পেতে পারেন। তবে ম্যাক্সিমাম সিমে পাওয়া যাবে।

আশা করি আপনি ও মেগাবাইট পাবেন। আজ এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে পরের কোন টিউনে… সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
এই পোস্টটি সর্বপ্রথম আমার ব্লগে প্রকাশিত হয়।