Site icon Trickbd.com

জিপি সিমে নতুন প্রক্সি দিয়ে এন্ড্রয়েড ফোনে আবারো ফ্রী নেট চালান 3-2-16

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
ট্রিকটি মূলত ইন্টারনেট টিকেটের মাধ্যমে করতে হবে।গ্রামীণফোন এর উল্লেখযোগ্য একটি অফার এই ইন্টারনেট টিকিট।এর মাধ্যমে অপেরা মিনি
দিয়ে ০.৫০ টাকায় ১ ঘন্টা যেকোন সাইটে ব্রাউজ করতে পারবেন।

প্রথমেই সেটিং এ গিয়ে একটি ম্যানুয়াল ইন্টারনেট সেটিং করে নিন

Name:Gp
Apn:gpinternet

Proxy:
Port:
Apn type:default/internet

এই সেটিং করুন এবং এক্টিভ করুন। এবার এই লিংক থেকে জিপি ফ্রী মোড অপেরা টি ডাউনলোড করে ইন্সটল করুন।
Download link : Click Here

এবার অপেরা টি ওপেন করুন। তারপর নিচের মত সেটিং করে সেভ করুন।

Proxy Type: HTTP
Proxy Server: 202.56.7.149

অপেরা লোডিং শেষ হলে webpass.opera.com এই সাইটে গিয়ে ৫০ পয়সার ইন্টারনেট টিকিট টি কিনুন।

এবার যে কোন সাইট ভিসিট করুন। আর কোন কিছু ডাউনলোড করতে হলে যেটি ডাউনলোড করবেন সেটায় ক্লিক করুন। লোডিং শেষ হলে উপরে দেখবেন Download অপশন এসেছে সেখানে ক্লিক করুন।এবার একটি Warning পেজ আসবে। সেখান থেকে “হ্যা,অব্যাহত” এ প্রেস করে ধরে রাখুন এবং Open in a new tab এ ক্লিক করুন এন্ড সেখানে থাকা তৎক্ষণাৎ একটু লোডিং হয়ে ডাউনলোড পপ আপ এসে যাবে!! ডাউনলোড অকে করুন। যদি ডাওনলোড শুরু না হয় তাহলে এইভাবে আর কয়েক বার চেষ্টা করুন তাহলে দেখবেন ডাওনলোড শুরু হয়ে গেছে। আর সুপার স্পিডে ডাউনলোড হতে থাকবে।
একঘন্টা পর টিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে আবার ৫০ পয়সা দিয়ে টিকেট কিনবেন।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।