আসসালামু আলাইকুম। ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম।
কেমন আছেন আপনারা সকলে??? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আর আপনাদের সকলের দোয়াই আমিও ভালই আছি।হয়তো টিউনের টাইটেলটা দেখে চমকে উঠেছেন কারন গ্রামীনফোনের ফ্রি নেট বা ডাউনলোড এর ট্রিক তেমন আর পাওয়া যাই না। তবুও যা পাই তা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো চলুন টিউনটি শুরু করি।
কোন ধরনের সেটিংয়ের প্রয়োজন নেই। ডিফল্ট সেটিং দিয়ে কাজ চলবে।
প্রথমে নিচ থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
এবার অ্যাপটি ইনস্টল দিয়ে রাখুন।
তারপর আপনার ফোনের অফিসিয়াল ব্রাউজার দিয়ে0.facebook.com এ ভিজিট করুন। এবং তারপর ফেসবুক থেকে ভিডিও খুজে বেরর করুন। কিছু পেজ খুজলেই ভিডিও পাবেন। তারপর যদি ভিডিও পান তাহলে নিচের মত দেখতে পাবেন।
তারপর আপনি Play Video তে ক্লিক করবেন।
তারপর একটা ওয়ারর্নিং পাবেন। তখন আপনি Continueএ ক্লিক করবেন।
এবার আপনি নিচের মত দেখতে পাবেন।
আমরা সকলেই চাইব যে Save এ ক্লিক করতে কিন্তু তা করব না। তখন Open এ ক্লিক করবেন।
এবার কিছুক্ষনের মধ্যে নিচের মত একটা লিস্ট দেখতে পাবেন।
তখন ES Downloader এ ক্লিক করবেন।
তারপরই দেখবেন যে নিচের মত পেজে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে।
আর এভাবে প্রতিবার ফেসবুক থেকে বড় বড় ভিডিও খুজে আনলিমিটেড ডাউনলোড করতে শুরু করুন। আমি প্রায় ১.৫ জিবি ডাউনলোড করেছি।
তো এভাবে যতটুকু পারের জিপিয়ে বাস দিতে থাকুন। তবে আমার পরবর্তী টিউনটি হবে ফেসবুকের ভিডিও লিংকের। যতগুলো পারি ততগুলো লিংক আপনাদেরকে দিতে চেষ্টা করব। আর তার জন্য ট্রিকবিডির সাথে থাকতে হবে।
________________________________________________________
ফেছ্বুকে আমি
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com