বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটু বেশিই ভালো আজকে কেননা মডারেটর ভাই আজকে আমাকে টিউন করার সুযোগ করে দিয়েছেন যাতে আমি আপনাদের উপকার করতে পারি।ইনশাআল্লাহ আমি আমি আমার যথা সাধ্য চেষ্টা করব।।। আর আমি এডমিন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা ওনার প্রতি চির কৃতজ্ঞ।আল্লাহ ওনার ভালো করুন।
চলুন তাহল আর কথা নয় কাজে লেগে যাই….
জিপি আমাদের সাথে যা করতেছে তা আর মুখে বলতে হবে না সবার মনে দাগ কেটে লেখা আছে….প্রথমে হোয়াটস এপ বন্ধ করল(খুব মিস করি আগের গ্রুপ গুলুকে সারাদিন পরে থাকতাম হোয়াটস এপে)তারপর এম বি দিয়ে আবার ফেরোত নেই আর কত প্রতারনাই না করতেছে আর মেগাবাইটের আকাশ ছোঁয়া দাম তো আছেই এবার আবার ফ্লেক্সিপ্লেন অচল করে দিয়ে লেগেছে এমবির মেয়াদের পেছনে….. কি আর করব!!!
অপারেটররা আমাদের আর কত শোষণ করবে?যাই হোক আমাদের হাতে পিস্তল না আসা পর্যন্ত লাঠি নিয়েই সত্রুর মোকাবেলা করব। কি বলেন?
আমদের অভিজ্ঞ টেকি ভাইয়েরা প্রতিনিয়ত পরিশ্রম করে নতুন ট্রিক বের করে আমাদেরকে শোষক অপারেটরদের হাত থেকে বাঁচিয়ে চলেছেন তাদের প্রতি রইল হাজারো শ্রদ্ধা ও সম্মান।
তরিকুল ভাইয়ের প্রতিও রইল আমার শ্রদ্ধা ওনার টিউন থেকেই আমি অনুপ্রাণিত হইয়েই আমার এই টিউন লেখা মেয়াদ বাড়ানোর পদ্ধতিটা কিছুটা তরিকুল ভাইয়ের মতোই তবে আমি এখানে এক্সটা কিছু যোগ করব ওনার দেখানো পদ্ধতিতে ২০ এম্বি খরচ হয়ার পর নেট ২জি স্পিডে আসে এবং টাকা লাগে আসুন আমরা ওনার পোস্টের প্রতি সম্মান রেখে সীমাবদ্ধতা গুলু সমাধান করার চেস্টা করব
আমর যে বন্ধ সিমেগুলুতে মেগাবাইট নিয়েছি সেগুলাতে টাকাও ধার নিয়ে শেষ করছিলাম এবং টাকার মেয়াদও শেষ হয়েছে আমার যাদের হইছে তারাতো বুঝতেই পারছেন এটা কত জালার।।।
যেহেতু আমাদের ফোন থেকে মেসেজ জাবেনা(টাকার মেয়াদ শেষ)তাই শুধুমাএ কোড ডায়াল করেই আমরা কাজটা করব
১. ইন্টারনেট ডিএক্টিভ করুন।
২.আবার ইন্টারনেট একটিভ করুন
ডায়াল *৫০০*১#
৩.ইজিনেট চালু করুন
ডায়াল *৫০০০*৫৫#
৪.ফ্রি নিন ২০ এমবি
ডায়াল *৫০০০*১৬৮#
৫.কনফার্মেশন মেসেজ পাওয়ার পর এমবি চেক করুন
ডায়াল *৫৬৬*১০#
এখন অনেকেই হয়ত প্রস্তুতি নিচ্ছেন বাজে কমেন্ট করার জন্য এই কথার উপর ভিত্তি করে যে ভাই আমাকে তো এই অফার দেয়না কি সব আজাইরা পোস্ট করেন?
ভাইজান রাগ নয় আসেন আমরা ঠান্ডা মাথায় কথা বলি যদি ওই সিম এ আপনি আগে ২০ এম্বি ফ্রি নিয়ে থাকেন এবং তার সময় সীমা যদি একমাস অতিক্রম করে তাহলে আপনি আবার অনায়াসেই পেয়েযাবেন ২০ এমবি যা আপনার মুল একাউন্টের সাথে যোগ হয়ে মেয়াদ হয়ে যাবে ১মাস।।।
আর এতেও যে সব ভাই আমার উপর অসন্তুষ্ট তাদের জন্য আছে আরো কুল ট্রিক বাকি সবকিছু ঠিক রেখে উপরের ৪ নং টাকে নিচের ৪ নং দিয়ে রিপলেস করুন… 😛
৪.উক্ত সিমে ২৯ টাকা ফ্লেক্সি করুন ব্যস।
তবে এই পদ্ধতিতে করে আপনার মেগাবাইটের মেয়াদ শেষ হওয়ার আগে করবেন কেননা ২৯ টাকা রিচার্জে ২৯ এমবি আসতে অনেক সময় ১/২ দিন সময় লাগে।।।
ভাই আবার যেনো এটা বলেননা যে টাকা তো লাগয়ালেনই!!! ভাই মেয়াদ বারাতে তো কোন টাকা আপনার আমি খরচ করাইনি? আপনার টাকা আপনারই আছে।।।।
সবাই ভালো থাকেন অনেক কষ্ট দিলাম। প্রথম লেখা ভুল হলে ক্ষমাশীল দৃষ্টিতে তাকাবেন।
আর মন্তব্য করতে ভুলবেননা।
আল্লাহ হাফেজ….