Site icon Trickbd.com

গ্রামিনের সব সিমে ১৮ টাকায় ২ জিবি, বিনামুল্যে ১০০ এম্বি এবং প্রতিদিন ২০ এম্বি ফ্রি

ভালো আছেন সবাই? আশা করি আছেন। বুঝতেই পারতেছেন আজকের টিউনের বিষয়বস্তু কি।
তো আসেন পেচাল বাদ দিয়ে শুরু করি
৯ টাকায় ১ গিগাঃ

রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবহারের জন্য ১ জিবি পাইতে ফোনে ৯ টাকা + ভ্যাট রেখে ডায়াল করেন *৫০০০*১০১#
অফারটা আজকে রাত ১২ টায় শেষ হয়ে যাচ্ছে, তাই আগেই নিয়ে নেন। মানে ১২ টার আগে নিলে ৭ দিন ১২ AM থেকে ২ PM পর্যন্ত চালাতে পারবেন। ব্যালেন্স চেক করতে ডায়াল *121*1*2# 

আর এটা শুধুমাত্র একবারই নিতে পারবেন

দুঃখের বিষয়, তাই না?
আর মনে রাখবেন, এই অফার দেওয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের টিমের পদার্পণ উপলক্ষ্যে। তাই….
আরো ৯ টাকায় আরো এক গিগাঃ 
এটাও সবাই পাবেন। শুধু ৯ টাকার সাথে দরকার ১ কপি ছবি আর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
আপনার সিম কার্ডের নিয়ে চলে যান জিপির বায়োমেট্রিক পয়েন্টে। ও হ্যা, হাতের বুড়ো আঙ্গুলটাও সাথে নেওয়া লাগবে।
ওটার একটা ছাপ দিবেন শুধু। আবারও পাবেন ৯ টাকায় ১ গিগা। এটা সারাদিনই চালাতে পারবেন।
যদি মাগনা, তবুও আমি পরামর্শ দিবো এটা না নেওয়ার জন্য।
আপনার আংগুলের ছাপ বিদেশী কোম্পানির কাছে চলে গেলে ওরা এটা দিয়ে যে-কোন কিছুই করতে পারে।
অবশ্য পুরোটাই সম্পুর্ন আপনাদের ইচ্ছা, আপনারা নিতে চাইলে আমি না করার কে?
এছাড়াও যাদের সিমে ৬ ডিসেম্বর ২০১৫ এর পর কোন ইন্টারনেট ব্যবহার করা হয় নাই, তারা চাইলে নিতে পারেন বিনামূল্যে ৩ দিন মেয়াদের  ৫০ MB ডাটা।
ডায়াল করুন *5000*113#                                     
 ব্যালেন্স চেক করতে *121*1*2#
এছাড়াও সবাই পাচ্ছেন ৫০ এম্বি ডাটা শুধুমাত্র গ্রামিনের ফ্ল্যাক্সিপ্ল্যান (FLAXYPlan) এর এন্ড্রয়েড এপ্স ডাউনলোড করে।
এপটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন
ইন্সটল করার পর এক নাম্বার সিম স্লটে গ্রামিন সিম ঢুকিয়ে ডাটা কানেকশন চালু করে এপ্সটি ওপেন করুন। এবার ফাঁকা বক্সে আপনার ফোন নাম্বার প্রবেশ করিয়ে কন্টিনিউ করুন। আপনার নাম্বারে একটা ভ্যারিফিকেশন কোড এসে এটা চালু হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না।
ফ্ল্যাক্সিপ্ল্যানের সাথে মুটামুটি সবাই পরিচিত। এই এপ্সের কাজও সেই একই রকম। খালি বাড়তি কিছু ফিচার এড করা হইছে। এটা সবার মোবাইলে না ও কাজ করতে পারে। বুঝেনই তো, বাংলাদেশি এপ্স
যাই হোক, আপনার ফোনে চললে আপনি সৌভাগ্যবান (সবাইরে মিষ্টি খাওয়ান)
এরপর একটা প্ল্যান-ট্যান কিনে ফেলেন। উনারা বলে ৯৩% পর্যন্ত ছাড় দেন এই এপে
আমি তো ২০% ও পাই না
 বান্ডেল কেনার পরে দেখবেন ফেসবুকে শেয়ার করার অপশন আসছে। ওটাতে ক্লিক করে শেয়ার করলেই পেয়ে যাবেন আরো ২০ এম্বি ইন্টারনেট।
ভালো লাগলে আমার সাইটঃ Click here