কেমন আছেন?
আজ একটা সমস্যা নিয়ে লিখছি।
ইতিমধ্যে আমরা অনেকেই বন্ধ সিমে
১১ টাকায় ৮জিবি নিয়ে নিছি।
এবং কোনো প্রকার কষ্ট অথবা টেনশন ছাড়াই আমরা জিপির মেয়াদ ৩০ মাস বাড়িয়ে নিতে পেরেছি।
এখন দূঃখের বিষয় হলো এটা যে,
কাল রাত ১২ঃ০০ টার পর জিপি অপারেটর এই লুকানো ধান্দাটা বন্ধ করে দিয়েছে।
.
অনেকেই চিন্তায় আছেন যে আপনার এত্ত গুলা এমবি এখন কেমনে শেষ করবেন।
কিছু করার নেই ভাইয়া।
আপনি যদি২দিন আগেই আপনার অলশতা রেখে এমবির মেয়াদ বাড়িয়ে নিতেন
তাহলে আজকে এই বিপদের সম্মুখিন হতেন না।
ভাজ্ঞ্যেস আমিকাল বাড়িয়ে নিয়েছিলাম।
কিছু করার নেই।
.
.
এমবি বাড়ানোর অন্য কোন উপায় থাকলে কমেন্ট করুন,
এতে আমাদের বন্ধুরা এই চিন্তা থেকে ম্মুক্তি পাবেন।
.
.
আর যদি কেউ না জানেন তো এই পদ্ধতি অনুসরণ করেনঃ-
.
১- প্রথমে আপনি আপনার কাংকিত সিমে ২০ টাকা রিচার্জ করুন।
২- আপনারা সকলেই জানেন কিভাবে ৬০ এমবি কিনতে হয়।
( দূঃখিত! আমার মনে পরছে না ঐ কোডটা)
৩- এবার *৫৬৬*১০# ডায়েল করে দেখুন ৭ দিন মেয়াদ বেড়ে গেছে।
.
ভালো থাকবেন।
.
.