একটি অব্যবহৃত গ্রামীণফোন সিম যা গত ৩ মাস বা তার চেয়ে বেশি সময় বন্ধ ছিল। প্রথমে আপনার একটি সচল জিপি সিম থেকে অব্যবহৃত গ্রামিনফোন সিমের নম্বরটি যাচাই করে নিন।
2GB ইন্টারনেট ১১টাকাঃ
= একটিভ করতে ডায়াল করুন *111*90#।
= মেয়াদ ১৫দিন।
= নেয়া যাবে সর্বোচ্চ ৪ বার
= তাহলে আপনি ৪৪ টাকা খরচ করে ৪ বারে ৮ জিবি ইন্টারনেট ডাটা কিনতে পারবেন।