আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। একজন গ্রামীনফোন স্টার গ্রাহক অনেক ধরনের সুবিধা গ্রহন করে থাকে।
একজন স্টার গ্রাহক হতে চাইলে আপনাকে একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত ন্যূনতম মাসিক ব্যবহারসহ গ্রামীণফোনের গ্রাহক হতে হবে।আপনি একজন স্টার গ্রাহক নির্বাচিত হলে তা ৩ (তিন) মাসের জন্য কার্যকর থাকবে। প্রতি ৩ মাস অন্তর আপনার স্টার স্ট্যাটাস পর্যালোচনা করা হবে।প্রতি মাসেই কোন গ্রাহক স্টার স্ট্যাটাস-এর আওতায় আসছেন কী না তা পর্যালোচনা করা হয়।গ্রামীণফোন-এর স্টার গ্রাহক প্রোগ্রামটি মূলত ০৪ টি (চার) শ্রেণীতে বিভক্ত – প্লাটিনাম প্লাস, প্লাটিনাম, গোল্ড এবং সিলভার।স্টার গ্রাহক নির্ধারণ প্রক্রিয়া
নীচের তালিকায় দেখানো হয়েছে কি করে একজন গ্রামীণফোন কাস্টমার সিলভার, গোল্ড, প্লাটিনাম অথবা প্লাটিনাম প্লাস স্টার হতে পারবেন –
আপনার গ্রামীণফোন সংযোগের বয়স (বছর): ১৩+
স্টার প্রোগ্রাম এ অন্তর্ভুক্ত হতে সর্বশেষ তিন মাসের গড় ব্যবহারের পরিমাণ: সর্বনিম্ন ৫০১ টাকা গড় ব্যবহারে সরাসরি স্টার প্লাটিনাম স্ট্যাটাস প্রদান করা হবে
আপনার গ্রামীণফোন সংযোগের বয়স (বছর): ৭ – ১২
স্টার প্রোগ্রাম এ অন্তর্ভুক্ত হতে সর্বশেষ তিন মাসের গড় ব্যবহারের পরিমাণ: সর্বনিম্ন ৫০১ টাকা গড় ব্যবহারে সরাসরি স্টার গোল্ড স্ট্যাটাস প্রদান করা হবে
আপনার গ্রামীণফোন সংযোগের বয়স (বছর): ৫ – ৬
স্টার প্রোগ্রাম এ অন্তর্ভুক্ত হতে সর্বশেষ তিন মাসের গড় ব্যবহারের পরিমাণ: ৫০১
আপনার গ্রামীণফোন সংযোগের বয়স (বছর): 2-3
স্টার প্রোগ্রাম এ অন্তর্ভুক্ত হতে সর্বশেষ তিন মাসের গড় ব্যবহারের পরিমাণ: ১,০০১
আপনার গ্রামীণফোন সংযোগের বয়স (বছর): 1
স্টার প্রোগ্রাম এ অন্তর্ভুক্ত হতে সর্বশেষ তিন মাসের গড় ব্যবহারের পরিমাণ: 2,001
স্পেশাল সুবিধা সমূহঃ
- রিটেল শপ (আগোরা) – এ ২০% ডিসকাউন্ট
- বলাকা লাউঞ্জ এ এক্সপেরিয়েন্স সুবিধা
- এক্সিকিউটিভ হেলথ চেক-আপ (ইউনাইটেড/ল্যাব এইড/গাজি মেডিকেল কলেজ, খুলনা ও ইবনে সিনা হাসপাতাল, সিলেট)
- এক্সক্লুসিভ কনসার্ট এ আমন্ত্রণ (বিদেশি শিল্পীদের অংশগ্রহণে)
- সারপ্রাইজ গিফট
- কমপ্লিমেন্টারি বুফে (দ্যা ওয়েস্টিন & ঢাকা রিজেন্সি)
- প্রিমিয়ার ক্লাব মেম্বারশিপ (ঢাকা রিজেন্সি)
- হ্রাসকৃত মূল্যে স্মার্ট ফোন/নতুন ব্র্যান্ড ক্রয়
- রিজিওনাল ইভেন্টস (কনসার্ট, ইফতার, মঞ্চ নাটক)
- লাইফ স্টাইল পণ্য ও সেবায় ডিসকাউন্ট
এছাড়াও আরো বেশ কিছু সুবিধা অপেক্ষা করছে আপনার জন্য। চেক করে নিতে পারেন গ্রামীনফোন এর ওয়েবসাইট থেকে।
নোটঃ উল্লেখিত তথ্যসমূহ আমার কোনো মনগড়া তথ্য নয়। তথ্যগুলো গ্রামীনফোনের ওয়েবসাইট থেকে সংরহ করা হয়েছে আপনার জন্য