আসসালামু আলাইকুম,সকলে কেমন আছেন…??

আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যাদের জিপি সিম ও স্কিটো সিম আছে তাদের জন্য আনলিমিটেড ফ্রি ইন্টারনেট।

আজকের এই ফ্রি ইন্টারনেট টিপসটি শুধুমাত্র জিপি এবং স্কিটো কাজ করে। আর রবি এবং এয়ারটেল সিমে কাজ করবে কিনা বলতে পারছি না তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন।

অনেকে বলে থাকেন যে ফ্রি ইন্টারনেট স্পিড তেমন পাওয়া যায় না, তাদের বলব আপনার এলাকা বেঁধে স্পিড পেয়ে থাকবেন তবে আমি মোটামুটি ভালই ইন্টারনেট স্পিড পেয়েছি। এই ফ্রি ইন্টারনেট দিয়ে আপনি সকল কিছু ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউটিউব এবং ব্রাউজিং সবকিছুই করা যায়।

তো চলুন এখন দেখেনি কিভাবে জিপি ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন। আপনার জিপি সিমের ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে একটি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে।

প্রথমে প্লে-স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন

সার্ভার সিলেক্ট করুন।

আমি Singapore 5 সার্ভার সিলেক্ট করলাম। আপনারা এটা অথবা অন্য Singapore সার্ভার সিলেক্ট করবেন।

এখন একাউন্ট এ ক্লিক করুন।

এবার Username & Password আমি যেটা দিয়েছি আপনারাও সেম দেন এবং Start এ ক্লিক করুন।

Username: hw22804
Pasward : hw22804

এখন Start ক্লিক করুন। দেখবেন সাথে সাথে কানেক্ট নিয়ে নিয়েছে আর যদি কানেক্ট না নেয় তাহলে অবশ্যই আপনাকে সামান্য এমবি বা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে হবে এটা শুধু প্রথমবারের জন্য তারপর আপনার আর কখনো লাগবে না তারপর আপনি যখন খুশি তখনই এম্বি ছাড়াই কানেক্ট করতে পারবেন। একটু নেট কানেকশন কোনোভাবে নিয়ে আনবেন যেমন স্লট ১ এ অন্য সিমে এমবি দিয়ে কানেক্ট করতে পারেন। কিন্তু আমার এম্বি ছাড়াই কানেন্ট হয়েছে।

দেখুন আমার জিপি সিমে নেট চালু রয়েছে এবং সিমটিতে কোনো এমবি নেই আর ভিপিএনও কানেক্টেড করা আছে।

এই একাউন্ট এর মেয়াদ ৪৩৪০ দিন এর উপরে।

আরামচে নেট চলাতে থাকুন দেখন আমার চলতেছে। এখন ফেসবুক ইউটিউব সহ সব কিছু চালাতে থাকুন।

আশা করি আপনারা জিপি ফ্রি ইন্টারনেট অফারটি নিতে চালাতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেলে ধন্যবাদ সম্পূর্নটি দেখার জন্য।

এমন ফ্রি ইন্টারনেট অফার পেতে নিয়মিত ভিজিট করুন GP Free Internet 2024 দেখুন।

 

39 thoughts on "জিপি ও স্কিটো সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন"

  1. M. M. Anik Contributor says:
    Apnar naam to Shakil Ahmed tahole change kore Ripa Akter diyechen kno?
    1. Ripa Akter Author Post Creator says:
      ট্রিকবিডি ইউজার নাম দেখুন।
  2. Avatar photo Istiak Contributor says:
    Vai choltese na toh try korlam
    1. Ripa Akter Author Post Creator says:
      ভাইয়া চেষ্টা করে দেখুন। আসা করি চলবে। প্রায় সবারই চলতেছে।
  3. Avatar photo Abubokor Rio Contributor says:
    আরো ৮ মাস আগেই এ নিয়ে পোস্ট করা হয়েছিল।
    https://trickbd.com/gp-free-net/866064
    1. Ripa Akter Author Post Creator says:
      আমি চ্যাক করছিলাম কিন্তু অনেক আগের দেখে হয়তো খুজে পাইনি। এডমিন ভাই চাইলে পোস্টটি রিমুভ করে দিতে পারেন।
  4. Avatar photo Rohan Contributor says:
    কোথা থেকে এলো এসব MG.
    1. Ripa Akter Author Post Creator says:
      কেনো ভাইয়া কি হয়েছে?
    2. Avatar photo Abdus Sobhan Author says:
      Any problem ?
    3. Avatar photo TrickBD Support Moderator says:
      আপনার সমস্যাটি খুলে বলুন।
      পার্সোনাল এটাক করা যাবেনা।

      রুলস ফলো করুন।

  5. Avatar photo Md Zakir Hossen Author says:
    Onek din por aila vaiya
  6. Avatar photo Md Solaiman Islam Sobuz Contributor says:
    এসব চলে না রে ভাই,
    এর চেয়ে এম্বি কিনা ভালো,,, দুনিয়ার স্ল
    1. Ripa Akter Author Post Creator says:
      ভাইয়া ৪জি নেটওয়ার্ক দিয়ে চেষ্টা করুন। আসা করি চলবে।
  7. Avatar photo SUZON MIHA Contributor says:
    সকাল টাইমে ভাল চলতেছে এই বছরে শেরা vpn আমার কাছে
    1. Ripa Akter Author Post Creator says:
      হুম সকাল এবং রাত ১১ টার পর ভালো স্পিড পাওয়া যায়।
    2. robisharma99 Contributor says:
      কোন সার্ভার ভালো চলে
    3. robisharma99 Contributor says:
      @sujon mia কোন সার্ভারে স্পিড বেশি??
  8. robisharma99 Contributor says:
    কতদিন চলবে??
    1. Ripa Akter Author Post Creator says:
      মেয়াদ ৪০০০+ দিন কিন্তু কতো দিন চলবে তা বলা যায় না।
  9. SH Ridoy Khan Contributor says:
    কঠিন স্লো
    চালানো যায়না?
    1. Ripa Akter Author Post Creator says:
      অন্য সারভার এ কানেন্ট করে দেখুন।
  10. Avatar photo Rohan Tarafdar Contributor says:
    Many many thanks for sharing it with us. It’s really a good one. I appreciate your hard work for inventing a new way in the world of free internet. So, don’t stop, please invent new ideas and share with us. We are always on your site. And again, Thanks.
    1. Ripa Akter Author Post Creator says:
      ধন্যবাদ। এমন কমেন্টস দেখলে আরটিকেল লিখার আগ্রহ অনেক গুনে বেড়ে যায়।
  11. Avatar photo Farhan Ahmed Faruk Contributor says:
    মোটামুটি চলে,স্পিড বেশি নাই।

    এর চাইতে ভালো ভিপিএন থাকলে দেন।যা স্পিড বেশি

    1. Ripa Akter Author Post Creator says:
      ওকে চেষ্টা করবো।
  12. Avatar photo Rasel Contributor says:
    মোটামুটি ভালই কাজ করে কিন্তু কিছুক্ষণ পর পর vpn অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। এটার কোনো সমাধান আছে ভাই?
    1. Ripa Akter Author Post Creator says:
      ডিসকানেক্ট প্রব্লেমতো হয় না এই অ্যাপস এ।
  13. Avatar photo IMRAN GAZI Contributor says:
    টাকার এমবি কিনেই স্পিড পাইনা
    তার পর আবার আপনার ফ্রি নেট
    আপনি ও ফেক মনে হয়
    আর ফ্রি নেট ও ফেক?
    1. Ripa Akter Author Post Creator says:
      আপনি চালিয়ে দেখুন চলে কি না।
  14. Avatar photo KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
    Thank you so much ❤️ work for me
    1. Ripa Akter Author Post Creator says:
      ওয়েলকাম?
  15. Sisir Ahmed Contributor says:
    এসব ভুয়া পোস্ট করা বাদ দিন,, কোনো কিছুই চলে না।
    1. Ripa Akter Author Post Creator says:
      Still Working… ❤️
  16. Avatar photo Random Emon Contributor says:
    ভাই iphone এর জন্য ফ্রি নেট থাকলে জানাবেন ?
  17. Avatar photo Danger Rafi Author says:
    এর আগেও একজন এরকম একটা অ্যাপ শেয়ার করেছিলো যেটা কিছুক্ষণের মধ্যেই 0 days left হয়ে গেসিলো,,,এটাও সেম!
    একটু চলার পরেই 0 days left…ভালো কিছু দেন ভাই মানুষকে আর নাহলে টেস্ট একাউন্ট না দিয়ে কোন ভালো একাউন্ট দেন।
  18. Avatar photo Rumen Rana Contributor says:
    ভাই প্রথম বার ফ্রী চলছে
    পরের বার যখন আবার ট্রাই করি। Vpn এর মেয়াদ ০ দেখায়।এটার কোনো সমাধান আছে?
    1. Avatar photo L E A D E R 2.0 Contributor says:
      Ota ekta bugs, ektu pore dekhben meyad thik e ache.
  19. Avatar photo Sebul Ahmed Contributor says:
    চলতেছে যদিও নেট স্পীড স্লো কিন্তু ওয়াটসাপে ২০মিনিটের মত কথা বলেছি কোনো ভাফারিং করে নাই। এটাই ত এনাফ?
    ধন্যবাদ ভাই।

Leave a Reply