Site icon Trickbd.com

গ্রামীণফোনের সর্বনিম্ন বয়কটের ডাক নেটিজেনদের রিচার্জ সীমা!!

Unnamed

সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা কার্যকর করা হবে আগামীকাল থেকে, ফেসবুকে নেটিজেনদের মধ্যে নানা ধরনের ক্ষোভের সৃষ্টি হয়।

অনেকে গ্রামীণফোন বয়কট করার কথা বলেন।

এ নিয়ে আজ (৯ জানুয়ারি) দুপুরে “বয়কট গ্রামীণফোন” নামের একটি ইভেন্টে এখন পর্যন্ত ১৭ হাজারেও বেশি নেটিজেন আগ্রহ প্রকাশ করেছেন।

গত কয়েকদিন থেকে অপারেটরটি তাদের গ্রাহকদের ফোন কল, এসএমএস এবং মাইজিপি অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানানো শুরু করেছে।

অপারেটর থেকে বলা হয়, আগামী ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের সর্বনিম্ন ব্যালেন্স রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা। তবে স্ক্র্যাচকার্ড এবং ৩০ টাকার নিচের রিচার্জ অপারগুলো আগের মতই চালু থাকবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব মতে, গত বছরের নভেম্বর মাস পর্যন্ত দেশের মোট সিম ব্যবহারকারীর সংখ্যা ১৯০.৩৬ মিলিয়ন।

এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছে ৮২.১৪ মিলিয়ন।

Exit mobile version