Site icon Trickbd.com

বন্ধ সিম কিনতে হবে নতুন কর

Unnamed

৩১ মের পর অনিবন্ধিত সিমকার্ড নতুন করে চালুর
করা যাবে। বিটিআরসির
দায়িত্বপ্রাপ্ত একজন
মহাপরিচালকের সঙ্গে
মোবাইল ফোন অপারেটরদের
বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ৩১ মের পর
অনিবনন্ধিত সিমকার্ড
বন্ধের জন্য মোবাইল ফোন
অপারেটরদের নির্দেশ
দিয়েছে বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববারই অপারেটরদের এ
নির্দেশনা পাঠানো হয়। সূত্র জানায়, ৩১ মের পর

যেসব সিমকার্ড অনিবনন্ধিত
থাকবে সেগুলো বন্ধ হয়ে
যাবে। এরপর এগুলো আবারও
চালু করতে চাইলে সংশ্লিষ্ট
গ্রাহককে বায়োমিট্রেক পদ্ধতির মাধ্যমে তা কিনে
নিতে হবে। এক্ষেত্রে
সিমকার্ডের নির্ধারিত
মূল্যের সঙ্গে একশ’ টাকার
সিমট্যাক্সও দিতে হবে। বন্ধ
হয়ে যাওয়া সিমকার্ড কোন গ্রাহক নতুন করে না কিনলে
পূর্বের নিয়ম অনুযায়ী ১৮
মাস পর সেই নম্বর নতুন
গ্রাহকের কাছে বিক্রি করতে
পারবে অপারেটররা। বিটিআরসির চেয়ারম্যান
ড.শাহজাহান মাহমুদ বলেন,
কমিশন বৈঠকে রবি ও
এয়ারটেলের একীভূত হওয়ার
ক্ষেত্রে ফি আরোপের সুপারিশ
চূড়ান্ত করা হয়েছে। এটি সরকারের উচ্চ পর্যায়ে
পাঠানো হবে। তবে ফির অংক
নির্ধারণের বিষয়ে কিছু
জানাতে চাননি তিনি।