Site icon Trickbd.com

আবারো জিপিতে ফ্রি-নেট চালান।

Unnamed

প্রথমেই বলে রাখি এটা অনেকের চলবে না তাই খারাপ মন্তব্য করবেন না আর এটার স্পিড ২জি তাই অনেকের বিরক্তি হতে পারে।

♣প্রথমে প্লে-স্টোর থেকে Your Freedom এপটি ইন্সটল করুন।

♣তারপর নিচের চিত্রের মত একটি সেটিং করুন।

♣ এবার Your Freedom এ ডুকুন এবং নিচে দেখুন Configure লেখা আছে ক্লিক করুন।

♣ তারপর Connection এ ক্লিক করুন।

♣ চিত্রের মত একটি সেটিং করুন। এখানে ems36.your-freedom.de এর জায়গায় মোবাইল ভেদে বিভিন্ন রকম হতে পারে তাই যায় থাক তা কেটে 36 লিখুন।
এবং Connection Mode → DNS করুন।

♣ এবার Back করে ফিরে আসুন এবং নিচে দেখুন Start Connection Button আছে ক্লিক করুন, একটা pop-up আসবে টিক দিয়ে ওকে করুন।

♣ আবার Start Connection এ ক্লিক করুন একটু সমস্যা করতে পারে প্রথমবার না হলে কয়েকবার চেষ্টা করুন কানেক্ট হবে।

♣ কানেক্ট হলে এই রকম আসবে।

♣ মিনিমাইজ করুন এবং চালাতে থাকুন।