Site icon Trickbd.com

ইন্টারনেটের দাম কমছে কাল থেকে ।

Unnamed

সারাদেশে ইন্টারনেট ব্যবহারের
খরচ কমিয়েছে সরকার। আগামীকাল ১
সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কাযৃকর
হচ্ছে। তবে প্রাথমিকভাবে কেবল ঢাকা,
চট্টগ্রাম ও কক্সবাজারে এটি কার্যকর হবে।
সোমবার বাংলাদেশে সাবমেরিন কেব্ল
কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার
হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সরকারের সিদ্ধান্ত অনুসারে, এখন প্রতি

মাসে ৬২৫ টাকায় ১ এমবিপিএস ব্যান্ডউইথ
পাওয়া যাবে।
তিনি বলেন, আগে ১ এমবিপিএস
ইন্টারনেটের দাম ছিল ১ হাজার ৬৮
টাকা। এখন সেটি কমিয়ে ৬২৫ টাকা করা
হয়েছে। নূন্যতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথ
কিনলে এই মূল্য পাওয়া যাবে। তবে এই মূল্য
আপাতত ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে
প্রযোজ্য হবে।
তিনি মনে করেন, ব্যান্ডউইথের দাম
কমানো ডিজিটাল বাংলাদেশে
ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষের
ইন্টারনেট ব্যবহার বাড়বে।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com

ফেসবুকে আমি

Exit mobile version