ট্রিকবিডি এর সকলের প্রতি শুভকামনা রেখে আমার পোষ্ট টি শুরু করছি। এটাই ট্রিকবিডিতে আমার ১ম পোষ্ট। এর আগেও অনেকেই পোষ্ট করেছেন FB প্যাক দিয়ে ফ্রি যে কোন সাইট চালানোর বিষয়ে। কিন্তু অনেকেই সেখানে কমেন্ট করে বলেছে এখন আর চলে না বার বার Discontented হয়ে যায়। আমি যে পদ্ধতি দেখাব সেটাতে আপনি আরামে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন 500kbs-1mbps গতিতে। আবার অনেকে পোষ্ট কারিকে গালি দিয়ে বলেছেন fb প্যাক তো কিনতে হবে তাহলে ফ্রি হল ক্যামনে? ভাল প্রশ্ন, তবে আমরা যারা জিপি ব্যবহার করি তারা প্রাই মিনিট কিনে কথা বলে থাকি। এখন আমরা যদি ১৮ টাকায় ৬০ মিনিট কিনে নেই তাহলে 1GB FB DATA ফ্রি পাব। আর সেই ফ্রি ডাটা দিয়ে যদি যেকোনো সাইট ফ্রি চালাতে পারি তাহলে আমি বলব এটাই ফ্রি ইন্টারনেট। অনেক কথা বলে ফেললাম এখন কাজের কথায় আসি।
এখান থেকে free.server-c4 সিলেক্ট করুণ। ৪র্থ ঘরে http://facebook.com লিখুন। ৫ম ঘরে আপনাকে কিছুই করতে হবে না, ৬ষ্ঠ ঘরে ক্লিক করলে আপনি নিচের পিকচার এর দেখতে পাবেন
ছবিতে যে ৩ টা একসাথে মার্ক করা আছে সেখান থেকে যে কোন একটা সিলেক্ট করে কানেক্ট এ ক্লিক করুন। কাজ শেষ ১০ সেকেন্ড সময় নিবে কানেক্ট হতে। কানেক্ট হলে এরকম দেখতে পাবেন
এখন মিনিমাইজ করে যেকোনো সাইট ব্রাউজ এবং ডাউনলোড করুন।
বিঃদ্রঃ
১/ টাকা থাকলে কাটবে
২/ মুল ব্যালেন্স এ মেগাবাইট থাকলে আগে কাটবে
৩/ ১০ মিনিট পর পর একটা এড শো করতে পারে, করলে ক্রোস করে দিবেন।
৪/ ১ ঘন্টা লিমিট, লিমিট শেষ হলে app clear data দিয়ে আবার কানেক্ট করবেন। আবার চলবে।
৫/ তবে ২০০ মেগাবাইট ব্যবহার এর পর আর চলবে না। clear data করলেও না। আবার পরের দিন থেকে ব্যবহার করতে পারবেন।
★★ হ্যাব্বি স্পিড ★★