##আমরা অনেকেই ১৮ টাকার social pack দিয়ে WebTunnel এর ফ্রি নেট use করি।WebTunnel এ প্রতিদিন ১০০ এমবি লিমিট।লিমিট শেষ হলে অনেকেই WebTunnel force stop করে আবার ও ১০০ এমবি চালিয়ে থাকেন।তারপর আর ওইদিন চালানো যায়।পরেরদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়।
##আবার যাদের ফোনে xpossed সাপোর্ট করে তারা xpossed এর মাধ্যমে ১০০ এমবি লিমিট শেষ হলে ও আনলিমিটেড চালাতে থাকেন।
##কিন্তুু আমার মত যাদের ফোনে xpossed সাপোর্ট করে না তারা কি করবেন।WebTunnel আর চালাবেন না?? এবার আপনি ও পারবেন ১০০ এমবি লিমিট শেষ হলে ও আনলিমিটেড চালাতে।খুবই সহজ ট্রিকস।সবাই জানে।শুধুমাত্র Android ফোল্ডারে গিয়ে (.playstor.srf.h) open করে প্রথমের ২ সংখ্যা পরিবর্তন করলেই চলবে।
##যা করতে হবে আপনাকে:
#লিমিট শেষ হলে force stop করুন।
#Root explor এর storage যান।তারপর Android ফোল্ডারে যান।
#open with এ কিল্ক করুন।
#এবার text editor এ কিল্ক করুন।
#- এর আগে যে দুটো সংখ্যা আছে তা পরিবর্তন করে অন্য যে কোন দুটি সংখ্যা বসাইয়ে দিন।
#Save change এ কিল্ক করুন।আবার save and exit এ কিল্ক করুন।
#কাজ শেষ।
Note: ভুল করে কেউ (.playstor.crf.h) ডিলিট করবেন না।করলে playstore এ problem হবে।তখন আবার phn restore দিতে ও হতে পারে।
এটি অনেক sipmle ট্রিকস।সবাই জানে।তবে এটা কোন কপি পোষ্ট ও না। ——শাহিন