এটা হয়ত অনেকেই জানতে পারেন। যেহেতু এই ওফার নিয়ে কোন টিউন (আমার দেখা মতে) হয়নি তাই আমি এই বিষয়টি তুলে ধরেছি।
জিপির একটি ফ্রি সার্ভিস আছে যা Easynet নামে পরিচিত । গত কয়েকদিন ধরে যা নিয়ে প্রচুর পোস্ট হয়েছে। জিপির এই Easynet দিয়ে এম্বি প্যাক কিনা, ফ্রি সাইট ব্রাউজ করা, গেম ডাউনলোড করা যায়। এবং এখানে দুটি এ্যাপ আছে (UC browser এবং aps2u) যা ডাউনলোড করলে 20+10 এম্বি পাওয়া যায়।
চলুন দেখে নিই কিভাবে এই 30MB পাবেন। মনে রাখবেন এ্যাপ ডাউনলোডের জন্য কোন এম্বি কাটবে না। তবুও আমার মতে ফোনে এম্বি টাকা না রাখলেই ভাল হবে।
- প্রথমে www.gpeasynet.com এ যান chrome বা default browser দিয়ে
- নিেচ “ফ্রি ইন্টারনেট জিতুন” সেকশনে যান
- এখানে দুটি এপস দেখবেন (UC browser এবং Aps2u)
- যেকোন একটি “ডাউনলোড করুন” বাটনে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।
- ডাউনলোড শেষ করে এ্যাপটি ওপেন করলে আপনি কাঙ্কিত এম্বি পাবেন।