Site icon Trickbd.com

জিপি ও রবিতে Uc Browser দিয়েই Freebasics.com ব্রাউজিং করুন (মেগা পোস্ট + Screenshot)

Unnamed

সসালামু আলাইকুম!
আজ আমি আমার ১১ তম টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

তো শুরু করে দেই।

প্রথমেই বলে নেই এই ট্রিকটা আমি প্রথম ট্রিকবিডিতেই দিলাম । কেউ এর অপব্যবহার করবেন না। কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন।

ফ্রি বেসিক চালাতে কোনো প্রকার সেটিংস লাগবে না।

এজন্য আপনার একটি ইউসি ব্রাউজার লাগবে। ইউসি মিনি না এটা অফিশিয়াল UC Browser যেটা ১৬-২০ এম্বি সাইজের।
না থাকলে নিচ থেকে ডাউনলোড করুন।
Click here to Download

আমি প্রত্যেকটা ধাপ স্ক্রিনশট এর মাধ্যমে বুঝিয়ে দিবো।
১. তো প্রথমে UC Browser এ যান। তারপর (নিচের চিহ্নিত) সেটিংস এ যান


২. এখন Cloud Boost অপশনে যান

৩. তারপর সবগুলো অপশন Unmark করে Ok দিন

৪. এখন 0.freebasics.com এ যান

এভাবেই ফ্রি বেসিক Uc Browser এ ব্যবহার করে মজা নিন।

বলে নেওয়া ভালো, Freebasics এ এই ইউসি ব্রাউজারে কিছু কিছু ইমেজ লোড হয় না। এটাই সমস্যা। আর কোনো সমস্যা নেই।

রেকটা কথা যদি আপনি এই ট্রিকের মাধ্যমে Freebasics এর নিচের চিহ্নিত অংশে যান তাহলে ফ্রি ছবিসহ ফেসবুক ইউস করতে পারবেন।

আমি সবসময় সহজভাবে স্ক্রিনশট এড করে টিউন করি যাতে সবাই বুঝতে পারেন।

কপি করলে বেইমানি করবেন না। অবশ্যই আমার ক্রেডিট দিবেন

টিউনটি ভালো লাগলে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না।

সবাই ভালো থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।

ফেসবুকে আমি