প্রিয়,বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন ট্রিকবিডির পক্ষ থেকে এই কামনা রইলো।
অনেক দিন পর আপনাদের জন্য জিপি ফ্রী নেট নিয়ে হাজির হলাম। আজকে দেখাব কিভাবে জিপি সিম দিয়ে আপনার এন্ড্রয়েড ফোনে কিভাবে আনলিমিটেড ফ্রী নেট চালাবেন।
নোটঃ প্রথমে বলে রাখি এই ফ্রী নেট চালাতে হলে আপনার একটা জিপি সিম লাগবে যেটা দুই অথবা তিন মাস পূর্বের মেয়াদ হীন হতে হবে। তবে অনেকের চলতি সিমেও কাজ করছে।
যাইহোক প্রথমে আপনার ফোনে জিপি ডিফল্ট সেটং এক্টিভ করে নিন।
- আপনার জিপি সিমে মেয়াদ করে নিন।
- এবার আপনার সিমের ইন্টারনেট সংযোগ বন্ধ করে নিন। ইন্টারনেট বন্ধ করতে *121*3*7*3# ডায়াল করুন অথবা STOP লিখে 5000 নাম্বারে মেসেজ সেন্ড করুন।
- এবার *5000*55# ডায়াল করে জিপি ইজিনেট চালু করুন এবং আপনার ফোনটি একবার অফ অন (Restrt) করে নিন।
- জিপি ইজিনেট চালু হয়ে গেলে আপনার ফোনের Chrome ব্রাউজার অথবা UC ব্রাউজার ওপেন করে TrickBD.Com বা অন্য কোন সাইটে প্রবেশ করার চেষ্টা করুন।
- যদি আপনার কাংখিত সাইট টি ওপেন না হয়ে ইজিনেট এর পেজ ওপেন হয় তাহলে বুজবেন এই সিম দিয়ে ফ্রী নেট চালানো যাবে।
- আর যদি ইরর পেজ আসে তাহলে gpeasynet.com এ ঢুকে যে কোন একটি ইজিনেট প্যাক এক্টিভ করে নিয়ে আবার আগের মত করে ট্রাই করুন।
- এখন যদি বুঝেন যে আপনার এই সিমে ইজিনেট চালানো যাবে তাহলে নিচের লিঙ্ক থেকে Sypon Shield সফটওয়ার টি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে নিন।
এখানে থেকে ডাউনলোড করতে পারবেন।
এবার নিচের ছবির মত সেটিং করে নিন।
- Remove Port এ টিক চিহ্ন দিন।
- Proxy Type থেকে Real Host সিলেক্ট করুন।
- Proxy Server এ www.gpeasynet.com লিখে Save বাটনে ক্লিক করুন।
এবার Sypon Shield ওপেন হলে আপনার ইচ্ছা মত একটা Server সিলেক্ট করে Connect বাটনে ক্লিক করুন। [এখন জাপান এর টিতে ভালো স্পীড পাওয়া যাচ্ছে]
- কিছুক্ষণের মধ্যেই দেখবেন Sypon Shield কানেক্ট হয়ে যাবে।
- এবার Sypon Shield মিনিমাইজ করে ইউটিউব, প্লে-ষ্টোর সহ আনলিমিটেড ফ্রী নেট ব্যাবহার করুন।
জিপি ফ্রী নেটের আরো ট্রিক্স আছে যেগুলো আগামি পোষ্টে শেয়ার করা হবে।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় TrickBD.Com এর সাথেই থাকুন।