Site icon Trickbd.com

গ্রামীণসিমে ফ্রিতে পেয়ে যেতে পারেন ১ জিবি ইন্টারনেট(শর্ত সাপেক্ষে)

Unnamed

গ্রামীণসিমে ফ্রিতে পেয়ে যেতে পারেন ১ জিবি ইন্টারনেট



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিবেন।
তো এই ১ জিবি ইন্টারনেট পেতে ২ টা শর্ত মধ্যে যেকোনো একটা শর্ত মধ্যে আপনার সিমটি হতে হবে তবে সেক্ষেত্রে ১ জিবি ফ্রিতে পাবেন।

১ম শর্ত: আপনার সিমটা যদি নতুন সিম হয়ে থাকে যেটা কখনোই My Gp অ্যাপে লগইন করা হয়নি তবে সেক্ষেত্রে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিতে পারবেন।

২য় শর্ত:যদি আপনার জিপি সিম দিয়ে অলরেডি My Gp অ্যাপে লগইন করা হয়ে থাকে এক্ষেত্রে ৬০ দিন মধ্যে নতুন করে আবার My Gp তে লগইন করেননি বা ৬০ দিন মধ্যে সিমে টাকা রিচার্জ করেননি এমন সিম হতে হবে তাহলেই ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন নিচের স্কিনশর্টটা লক্ষ্য করুন যেটা বলা হয়েছে।

তো তারপরও যারা বর্তমানে মাইজিপি ব্যবহার করছেন তারাও চেষ্টা করে দেখতে পারেন আমি যেভাবে বলি সেমভাবে সবাই চেষ্টা করবেন এতে আপনিও পেতে পারেন ভাগ্য ভালো থাকলে,চেষ্টা করতে তো সমস্যা নাই।
তো এবার আসি কিভাবে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন।
তো এর জন্য প্রথমে যাদের ফোনে My Gp অ্যাপ ইনস্টল করা আছে সেটা Uninstall করেদিন।

এবার যাদের ইনস্টল ই করা নেই তারাসহ যাদের Uninstall করতে বললাম প্রত্যেকে নিচের লিংক থেকে My Gp অ্যাপটা ইনস্টল করুন।


ইনস্টল শেষে অ্যাপটি ওপেন করুন এবং Sign In এ ক্লিক করুন।

এবার জিপি সিমে নেট চালু থাকলে নাম্বারটাসহ Continue লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন অথবা অন্য সিম কিংবা Wifi চালু থাকলে জিপি নাম্বার দিতে বলবে আপনার নাম্বারটা লিখে Continue করুন।

সেই নাম্বারটিতে ৩০ সেকেন্ড মধ্যে ৪ সংখ্যার কোড যাবে মেসেজে কোডটা দেখে এসে লিখে Continue করুন।

এবার পারমিশন Allow করুন।

এবার সাথে সাথে দেখুন ফ্রিতে ১ জিবি ইন্টারনেট পেয়ে গেছেন।

তাছাড়া মেসেজ চলে এসেছে।

এমনকি লক্ষ্য করুন ফ্রিতে ১ জিবি ইন্টারনেট পেয়েছেন।

সর্বশেষ কথা একবার এভাবে চেষ্টা করে My Gp তে প্রবেশ করে এমবিটা না আসলে মোবাইল থেকে সবকিছু ক্লিয়ার করে দিবেন তারপর আবারো আমার দেওয়া ওই লিংকে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এবার সরাসরি My Gp অ্যাপে নিয়ে যাবে এমনকি এমবিটা চলে আসবে। এভাবে ৩-৪ বার পর্যন্ত চেষ্টা করবেন একবারে এমবিটা না আসলে অনেকসময় একবার চেষ্টা করে এমবিটা আসেনা তাই একাধিকবার চেষ্টা করবেন।
তাছাড়া যাদের লেখা আসবে Sorry,You Are Not Eligible তারা সিমটা ৬০ দিন মাইজিপিতে লগইন করবেন না এবং ৬০ দিন পর চেষ্টা করবেন দেখবেন ১ জিবি পেয়ে যাবেন। তাছাড়া আপনার আরো অন্য জিপি সিম থাকলে সেগুলা দিয়ে চেষ্টা করুন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন



★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★বিভিন্ন প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে পেতে জয়েন করুন BD TRICK SH আমাদের টেলিগ্রাম চ্যানেলে

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}