Site icon Trickbd.com

জিপি দিয়ে কোন কোন সাইট ফ্রিতে ব্রাউজ করতে পারবেন তা দেখে নিন।

“গ্রামীণফোন তাদের গ্রাহক সেবার জন্য প্রতিনিয়তই নতুন কিছু দেয়ার চেষ্টা করে” আসলে এটা জিপির কর্মকর্তাদের উক্তি। বর্তমানে জিপি সীম দিয়ে নেট চালানু একটা টাফ কাজ। কেননা তাদের প্যাকেজের চড়া দাম যা আমরা সবাই জানি। জিপি যে সবসময় নতুন কিছু দেয়ার চেষ্টা করে তা ভুল নয় কারন তারা Night pack 2GB ২৯ টাকা থেকে ৫৪ টাকায় তুলেছে। যা নিঃসন্দেহে নতুন, আপনার ভাল লাগুক বা নাই লাগুক সেটা তাদের কোন বিষয় নয়। তবুও আমার মত অনেকেই এখন প্রাইমারি সীম হিসেবে জিপিই ব্যবহার করছেন। এজন্য আজ আমি আপনাদের জন্য জিপির ফ্রি সার্ভিস গুলু তুলে ধরার চেষ্টা করব।

বিঃদ্রঃ এগুলো মুলত ফ্রী সার্ভিস যা আমি পোষ্ট করার পূর্বে এম্বি বা টাকাবিহীন সীমে ব্যবহার করে দেখেছি। কিছু সার্ভিস সীমের এম্বি বা টাকা খরচ করতে পারে। ভাল হয় যদি সীমে টাকা বা এম্বি না থাকে। আর .com, .CO, .mobi ও .io এর পূর্বের .(ডট) তুলে স্পেস ব্যবহার করা হয়েছে।

জিপি ফ্রী সার্ভিসগুলোর তালিকাঃ

Www freebasics com এর মাধ্যমে কয়েকশ সাইট আপনি ফ্রীতে ব্রাউজ করতে পারবেন। এই সার্ভিসটা ফেসবুক এবং গ্রামীণফোন দ্বারা তৈরী হয়েছে। কাঙ্কিত সাইটটি না পেলে freebasics এর নীচে Add more services থেকে যোগ করতে পারবেন।

কিছু অপ্রয়োজনীয় সার্ভিসঃ

আমার জানা মতে এই সাইটগুলোই ফ্রীতে ব্রাউজ করা যায়। আপনি যদি অন্য কোন সাইট জিপি দিয়ে ফ্রীতে ব্রাউজ করতে পারেন কমেন্টে লিখতে পারেন।