Site icon Trickbd.com

Free Internet সম্পর্কে ###

Unnamed

আল্লাহ্‌ তা’লার এরশাদ ” ঐ ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে, নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন। (সূরা হা-মীম সিজদাহ, আয়াত ৩৩, বয়ানুল কুরআন)।

### ###
আমি প্রকৃত মুফতি নই , তবে একজন সাধারণ মুসলমান। তাই কিছু কথা না বললেই নয়, তাই বলছি….


আমরা আজ অনেকেই Free NeT নিয়ে মাতামাতি করছি।
নিজে এই ট্রিক বানাইছি, ওই ট্রিক বানাইছি।
কতো গর্ব…. লিখাও থাকে কপি করলে Credit দিয়েন।

আর এইটাই স্বাভাবিক। কেননা Trickbd এর জনপ্রিয়তা এর কারণেই।

একটু ভাবা দরকার, এই যে Free Net চলতেছে, দেখুনতো কি করছে User-রা ???

১। গজল নামাইতেছে ;

২। বয়ান ডাউনলোড করছে ;

৩।যে কোনো ইসলামিক কাজ করছে ???

উহু এর কিছুই হচ্ছে না। 10000(দশ হাজের)- এর মধ্যে 1 জনও এর ধারে কাছেও নাই।

তবে কি মুভি , মিউজিক, নাটক, পঁচা ভিডিও ইত্যাদি ইত্যাদি ????!!!!!

হুম প্রতেকটা Free nEt uSeR-ই এরকম অপকর্মে লিপ্ত । আল্লাহর কথা মনে করে
একবার ভাবুনতো কি করছি আমি , হিসাব কি দিতে হবে না এক দিন ??? !!!!

হায় আফসোস , কি করুণ হাল মুসলমানের !!!!

Free Net Maker আর যারা অন্যদের ফোনে Free Net অতি Excitement- এর সাথে চালু করে দেন তাদের উদ্দেশ্যেঃ— এটা জানা জরুরি যে, যে পাপ কাজের সূচনা করলো সেও Follower-এর সমান গুনাহগার।
ফলে Free Net Trick Create করে Publish করার দরুণ অথবা অন্যের সাথে Share করার দরুণ মসজিদে থেকেও আপনার Auto গুনাহ হচ্ছে।

সে সকল Trick Follower-রা যে সকল গুনাহ করবে তার একটা অংশ এর মূল হুতাও পাবে। এতে Free Net User-এর গুনাহের কোনো কমতি হবে নাহ্ ।

যারা Trick Share করেন তাদের পোস্ট লিখার শুরুতে অন্তত “★ভালো কাজে ব্যবহার করুন ★” এই Head Line টা উল্লেখ করে দেওয়া উচিৎ।

আল্লাহ আমাদের সৎ কাজ করার এবং অন্যকে সৎ কাজে আদেশ দেয়ার তৌফিক দান করুন। (আমি……ন)

জানি না আমার বলার দ্বারা কোনো ফায়দা আদৌ হবে কি না।
তবে আমি নিজেকে গুনাহ থেকে বাচানোর স্বার্থে এই পোস্ট করলাম।

অনেকেই উলটা পালটা কমেন্ট করার চিন্তা করতেছেন। দয়া করে মার্জিত Language ব্যবহার করবেন।

মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন @ All Author and All contributor and others.

★যারা SSC পরিক্ষা শেষ করলা তারা Please Time টা Utilize করো । মানে আল্লাহর রাস্তায় কিছু সময় খরচ করো। ★

আসসালামু আলাইকুম।

।আল্লাহ হাফিজ।

Exit mobile version