Site icon Trickbd.com

[Mega Post] অন্যরকমভাবে জিপি ফ্রি নেট চালান ফেসবুক এম্বি দিয়ে হাই স্পীডে। 100% Working with prove…Post by- Raju

Unnamed

শুভ সকাল

,
সবাই কেমন আছেন?

প্রতিদিনের ন্যায় আজ আমি অন্যরকম একটা টিউন শেয়ার করছি যা আপনারা অনেকের টিউন দেখে ট্রাই করছেন। কিন্তু অনেকের কাজ করে নি আবার অনেকের কাজ করেছে কিন্তু স্পিড কম।


আপনার হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি.?
হ্যাঁ! আপনি ঠিকই ভাবছেন। গ্রামীণফোন এর

ফ্রি ইন্টারনেট চালানোর টিপস দিচ্ছি।


.
আপনারা অনেকেই চান যে ফ্রি ইন্টারনেট চালাই। কিন্তু চালানো হয়ে উঠে না।
তবে আমরা যদি ফ্রি না চালিয়ে একটু টাকা খরচ করে ৯৪ টাকা দামের প্যাকেজের এমবির মতো ফেসবুক প্যাক কিনে ফ্রি নেট চালাই তবে কিরকম হবে?

হ্যাঁ!! আমরা ফেসবুক 300 প্যাক দিয়ে ফ্রি নেট চালাবো।
প্রথমে *5000# এ গিয়ে 8>1>4 করে যান।
আপনি অটো রিনেউয়াল চাইলে ১ চাপু আর না চাইলে ২ চেপে ওকে দিন।
এখন আপনার মেইন একাউন্ট থেকে ১৮ টাকা কেটে নেওয়া হবে এবং 300 এম্বি ফেসবুক প্যাক দেওয়া হবে।
মোবাইলে কোনো টাকা + অন্য মেগাবাইট রাখবেন না।

শুনুন…!!!!!
আমার পোষ্ট ভালভাবে পড়বেন এবং মনোযোগ দিয়ে কাজ করবেন।

চলুন কাজ করা যাকঃ-

আপনার ফোনের সেটিং এ যান এবং Data Usage এ যান।

ওখানে থাকা কর্ণারের সেটিং এ যান।

Restrict app background data ক্লিক করুন।

OK চাপুন।

এখন দেখুন নোটিফিকেশন বারে একটা অপশন চলে আসছে।

[দেখুন আমার এম্বি নেই]

যে সিম দিয়ে ফ্রি নেট চালাবেন সেই সিমের নেট বন্ধ করতে হবে।

প্রথমে আপনার সিম থেকে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন “STOP” এবং Send করুন “5000” এ।
এখন আপনার নেট বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে গেলে আপনি এই ম্যাসেজটি পাবেন।

এখন আবার আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন।

“P0” and Send করুন “5000” এ।
এখন আপনার সিমে আরেকটি ম্যাসেজ আসবে এবং এরকম দেখাবে।

তার মানে আপনার নেট প্যাক “Pay As You Go” তে চালু হবে।

এখন আমাদের জিপির ম্যানুয়েল সেটিং (Manual Setting) করতে হবে। এটা করার জন্য আবার আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন

“all” and Send করুন “8080” তে।

কিচ্ছুক্ষণ অপেক্ষা করার পর আপনি এই ম্যাসেজ পাবেন।

এবং আরেকটু পর আরো ২ টা “Configuration Message” পাবেন Grameenphone থেকে।

এখন আপনি Configuration message আসা প্রথমটাতে ডুকুন।
[Configuration message]
Application :- Browser, access point name এ ডুকুন।

Custom Install এ Click করুন।

Access Point (mark) করে Install এ Click করুন।

Please input pin এ 1234 পিন দিন।

এখন Install হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Install হয়ে গেলে এরকম Access point name success দেখাবে।

এখন MMS setting করতে উপরে মতো করতে থাকুন।
2nd Configuration message এ গিয়ে Custom install এ ক্লিক করে 1234 পিন দিয়ে OK দিয়ে Install করুন।

আপনি যদি আমার কথামতো কাজ করে থাকেন তাহলে এরকম আসবে।

এখন নিচের স্ক্রিনশট ফলো করুন।

আপনার Setting এ যান এবং More এ যান।

Cellular networks

Access Point Names

GP INTERNET select করে ডুকে নিচের মতো সেইম টু সেইম সেটিং করুন।

[নোটঃ- ওখানে আমার Proxy ও Port এ যা আছে ওটা কিন্তু নেট কানেক্ট এর আগে প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হবে আইপি। তাই নতুন প্রক্সি পাওয়ার জন্য এখানে থেকে প্রথম যে আইপি ব্যবহৃত হয়েছে সেটা কপি করে এখানে এনে পেস্ট করবেন।]

উপরের ছবির সেটিং হয়ে গেলে নিচ থেকে এই Handler apk টা নামান।
Psiphon Pro

ইন্সটল করা হয়ে গেলে Apps টাতে ডুকে নিচের মতো সেটিং করে নিন।

নিচে স্ক্রল করে OK Button চাপুন।

যদি আপনার কানেক্ট হয় তবে এরকম আসবে।

এখন আপনি What is my ip address তে গিয়ে আপনার আইপি চেক করুন।
দেখুন আমার আইপি চেঞ্জ হয়েছে।

যদি আইপি চেঞ্জ হয় তাহলে এই Uc Browser Download করে নিন। Direct link
Uc browser

[দেখুন আমি ফ্রি তে ইউসি ব্রাউজার নামাচ্ছি তাও ৫০০ কেবিপিএস এ।]


Install হয়ে গেলে ইউসি তে ডুকে ইচ্ছে মতো ডাউনলোড করুন অথবা ভিডিও দেখুন।

Speed :-

.
আমাদের কাজ এখানেই শেষ। আমি আশা করি সবার ই উপকার হবে আমার এই টিউনে।
.
এই পোষ্টের সম্পূর্ণ ক্রেডিট আমার। তাই কেউ অযথা কপি পোষ্ট করে মন্তব্য করে আমার টিউন লেখার উৎসাহ ভেঙ্গে দিবেন না।

.
কোনো সমস্যা হলে মন্তব্য করুন।

Exit mobile version