আস্সালামুআলাইকুম
সবাই কেমন আছেন,আসা করি ভালে।কারন ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভালই থাকে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে DoridVpn দিয়ে প্রিমিয়াম সার্ভার হ্যাক করে প্রতিদিন আনলিমিটেট ডাউনলোড ও ব্রাউজিং করবেন।
বেশি কথা না বলে চলুন মূল টিউনে ফিরে যাই। আপনারা যারা বর্তমানে ফ্রিনেট ব্যাবহার করতেছেন এটি তাদের বুঝতে খুব সহজ হবে। আর যারা নতুন বা বুঝতে সমস্যা হবে হচ্ছে তারা আমার পোষ্টের শেষে দেখুন ভিডিও লিংক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে কাজ করুন।
লিমিট হ্যাক করার জন্য প্রথমেই যেটি প্রয়োজন হবে তা হলো বর্তমান ফ্রি নেটের সেটিংকস। যারা সেটিংক করে নেন নি তারা এই লিংক দেখে সেটিংকস করে ফেলুন।
প্রিমিয়াম সারর্ভারের সুবিধাঃ
>যত পারেন মেগাবাইট ফ্রি চালাতে পারবেন।
>স্পিড মোটামুটি ভালো।
>কোন ডিসকানেন্ট সমস্যা হবে না।
>একটা আকাউন্ট প্রিমিয়াম সারর্ভার দিয়ে সারাদিন চালাতে পারবেন।
কার্যপদ্ধতিঃ
প্রথমে আপনি ফ্রিনেটের জন্য যে কোন একটি ফ্রি সার্ভার সিলেক্ট করে Connect বাটনে ক্লিক করুন,
তারপর দেরি না লোডিং হতে হতেই সার্ভার লিস্টে ক্লিক করে যে কোন একটি প্রিমিয়াম সার্ভারে ক্লিক করে সেটি সিলেক্ট করুন, একটু wait করুন দেখুন আপনার সিলেক্ট করা প্রিমিয়াম সার্ভারটি Connect হয়েছে,
যাদের বুঝতে সমস্যা হচ্ছে বা কানেক্ট করতে পারতেছেন না তারা নিচের লিংককে ক্লিক করে ভিডিওটি দেখে কাজ করেন
Unlimited Gp free Net DoridVpn Hack Tips
এইতো DoridVpn হ্যাক হয়ে গেলো। এবার আপনি আনলিমিটেট ডাউনলোড করুন কোন সমস্যা ছাড়াই।
ভালো করে না দেখে বা কাজ করে কেউ খারাপ গালি দিবেন প্লিজ