আসসালামু আলাইকুম ,
আশা করি আপনারা সবাই ভাল আছেন ।
আমার মনে হয় এমন কোন মানুষ নেই যারা এখন পর্যন্ত Gp থেকে কিভাবে ফ্রী নেট চালান যায় এটা জানে না ।
তাই Gp থেকে ফ্রী নেট সম্পর্কে নতুন কিছু বলার আমার নেই ।
আমরা অনেকেই জানি পিসিতে Proxifire দিয়ে আগে থেকেই ফ্রি ইন্টারনেট চালানো যেত।কিন্ত এতে হাজার খানেক সমস্যা।
আমি প্রায় ১ সপ্তাহ ধরে ফ্রী নেট ব্যাবহার করতে পারতেছিনা proxifire এর Error সমস্যার জন্য । আমি ভাবছিলাম ফ্রী নেট এর এই ট্রিকস টাও মনে হয় শেষ হয়ে গেছে । কিন্তু না আমি আজকে থেকে অন্য ট্রিক্স দিয়ে আগের মতই ফ্রী নেট ব্যাবহার করতে পারতেছি ।
তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই।
- প্রথমে এখান থেকে VPNটি ডাউনলোড করে নিন
- ডাউনলোড হয়ে গেলে ভিপিএনটি ইন্সটল করে নিন।
- ইন্সটল হয়ে গেলে নিচের মত আইকন দেখতে পাবেন ডেস্কটপে।
- Config করার আগে ভুলেও ওটাতে ক্লিক করবেন না।
দেখে নিন কিভাবে Config করবেন।
- প্রথমে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে New>Text Document এ যান।
- এবার নিচের মত করে টাইপ করে ফাইলটি log.txt নামে সেইভ করুন। হয়ে গেলে ফাইল টি কপি করে রাখুন।
- সেইভ হয়ে গেলে ফাইলটি My Computer>Local Disk>Program files>NMDVPN>config এ গিয়ে পেস্ট করে দিন।
- এবার আপনার কম্পিউটারের ডেস্কটপ এরিয়া থেকে NMDVPN ফাইলে ডাবল ক্লিক করুন।
- তারপর আপনার কম্পিউটারের টাস্কবারে মিচের মত আইকন দেখতে পাবেন
- ব্যাস কাজ শেষ ,এবার ট্রাই করে দেখুন।
ভাল স্পিড পেতে হলে অবশ্যই কিছু ডাউনলোড দিয়ে রাখবেন।
IDM এ আমার ডাউনলোড স্পিড কত দেখুন।
এবার ইচ্ছামত ফ্রি নেট ইউজ করুন ,কোন Error ছাড়াই।
আশা করি কাজ হবে। আর না পারলে কমেন্ট করুন।