Site icon Trickbd.com

Gp তে এবার লাইফ টাইম ফ্রীনেট চালান সর্বোচ্চ স্পিডে(with Problem Sollution) By ARIF KHAN

Unnamed

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।

ট্রিকবিডিতে আমি নতুন Author, আগেও ৫টা পোস্ট লিখছি,আশা করি সবার ভালো লেগেছে।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটা কনফিগ ফাইল নিয়ে হাজির হয়েছি।এর আগেও আমি ২টা কনফিগ ফাইল শেয়ার করেছিলাম কিন্তু ঐ গুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

আজকে আমি যে কনফিগটা দিবো এটির মেয়াদ লাইফ টাইম!!
অর্থাৎ যত দিন ইজিনেট চলবে ততোদিন এই কনফিগ কাজ করবে।
আগের ২টা পোষ্টে আপনাদের সাড়া পেয়ে খুব ভালো লাগছে।

আমি কথা বেশি বাড়াবো না সরাসরি টপিকে চলে যাচ্ছি।

তার আগে আপনাদের কিছু প্রবলেমের সলিউশন দিয়ে নেই।

১।আমার ইজিনেট চলেনা কেন ভাই??

উত্তর:আপনার যদি রিডাইরেক্ট হয় তাহলে চলবে।

২।ভাই আমার রিডাইরেক্ট হয় তাহলে চলেনা কেন/কানেক্ট হয়না কেন??
উত্তর:ইজিনেট দিয়ে যখন আপনি ফ্রীনেট চালাবেন বা Http injector এ যখন কানেক্ট দিবেন তার আগে আপনার ডাটা অন করুন এবং আপনার ফোনের Settings>>About>>status এ যান(কিছু কিছু ফোনে অন্য জায়গায়ও থাকতে পারে।) তারপর Ip Addreess খুজে বের করুন। লক্ষ্য করুন আপনার Ip addreess যদি 10.40…… থেকে 10.49…..এর মধ্যে হয় তাহলে কানেক্ট হবে।
See Sshot

৩।ভাই Ip change করবো কিভাবে??
উত্তর:খুব সোজা আপনি যখন ডাটা অফ করে আবার অন করবেন তখনই আপনার আইপি চেন্জ হবে।অর্থাৎ, যতক্ষন পর্যন্ত আপনার অাইপি ১০.৪০-১০.৪৯ এর ভিতর না আসবে ততোক্ষন পর্যন্ত ডাটা অন, অফ করুন।যখন এটির ভিতর আসবে সাথে সাথে কানেক্ট দিবেন।

ফেসবুকে এই প্রশ্নগুলো অনেকে করছে,তাই সলিউশন দিলাম।অারো কোনো সমস্যা থাকলে আশা করি জানাবেন।

যাক অনেক কথা বলে ফেল্লাম।।সবাই অস্থির হয়ে আছেন কখন কনফিগ ফাইলটা দিবো।
আমি আন্তরিকভাবে দুঃখিত পোষ্ট দিতে দেরি হওয়ার জন্য।

আশা করি নতুন করে কিছু বলতে হবেনা,আমার আগের পোষ্টে সব কিছু বুঝিয়ে দেওয়া হইছে।

আগের পোষ্ট

নিচে থেকে কনফিগ ফাইল ডাউনলোড করে নিন।

Config File Life Time By ARIF

আর কিছু বলবো না।
কোনো সমস্যা হলে যোগাযোগ করুন
Facebook Id