আসসালামু আলাইকুম,আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি কি বিষয়ে কথা বলবো আপনারা তা আগে থেকেই জানেন।
সবার সাথে কথা দিয়েছিলাম জিপি ফ্রীনেটের সমস্যার সমাধান নিয়ে হাজির হবো।
আমার কথা ছিল রবি বারে পোষ্ট করার একটু জামেলার কারণে পোষ্ট করতে পারি নাই।তাই আমি দুঃখিত।
আগেই বলে রাখি ভাই/বোনেরা আপনাদের যদি ধৈর্য ধারন ক্ষমতা থাকে তাহলে জিপি ইজিনেট দিয়ে ফ্রীনেট চালানোর ট্রাই করেন অন্যথায় ইগনোর করেন।
আমি যেদিন প্রথম ট্রিকবিডিতে ফ্রীনেটের পোষ্ট দিয়েছি তারপর থেকে এত্তো পরিমান মেসেজ আসছে যা বলার বাহিরে।
একেক জন একেক প্রবলেমের কথা জানিয়েছে মেসেজে,কমেন্টে।তাই আজকে আমি বিভিন্ন সমস্যা কালেক্ট করে তার সমাধান নিয়ে হাজির হয়েছি।
অনেক কথা বলে ফেল্লাম তাহলে চলুন শুরু করা যাক……..
সমস্যাগুলো আমি প্রশ্ন এবং উত্তর আকারে দেওয়ার চেষ্টা করবো।
১।ভাই জিপিতে কি এখন জিপি ইজিনেট দিয়ে ফ্রীনেট চলে??
উঃহ্যাঁ,ভাই চলে।তবে সবার না।
২।কিভাবে ইজিনেট চালু করবো?
উঃপ্রথমে *১২১*৩*৭*৩# ডায়াল করুন ইন্টারনেট বন্ধ হবে।তারপর *৫০০০*৫৫# ডায়াল করুন,ইজিনেট চালু হবে।
৩।কিভাবে বুঝবো আমার ফ্রীনেট চলবে কিনা?
উঃএটা বুঝার জন্য ২ নং উত্তরের কাজ সম্পন্ন করার পর আপনার সিমে টাকা,মেগাবাইট ০.০০ রেখে আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজার(Browser) বা Chrome Browser দিয়ে যেকোনো একটা সাইটে ঢুকার চেষ্টা করুন।উদাহরণ: TrickBD. Com
তারপর যদি উক্ত সাইটে না ঢুকে redirection.gpeasynet.com
সাইটে অটোমেটিক ঢুকে যায়, তাহলে আপনার ফ্রীনেট চলার সম্ভাবনা আছে।
৪।রিডাইরেক্ট হয়না তাহলে কি চলবে?
উঃনা চলবে না।
৫।রিডাইরেক্ট হলেই কি চলবে??
উঃনা ভাই।শুধু রিডাইরেক্ট হলেই হবেনা।ফ্রীনেট চালানোর সময় আপনার Ip Address 10.41….থেকে 10.49… অথবা 10.88…থেকে 10.98… হতে হবে।
৬।Ip Address চেক করবো কিভাবে?
উঃএটা খুব ইজি আপনার ফোনের সিটিংস এ যান Settings>>About>>Status এখন দেখেন Ip Address দেখা যাচ্ছে।আইপি দেখার সময় ডাটা অন করে নিবেন।
৭।Ip Adress চেন্জ করবো কিভাবে??
উঃআইপি এড্রেস চেন্জ করতে হলে আপনাকে ডাটা অন-অফ করতে হবে।
যতক্ষন পর্যন্ত ১০.৪১-৪৯….এবং ১০.৮৮-৯৮ এর মধ্যে না আসবে ততোক্ষন পর্যন্ত ডাটা অন-অফ করুন।
৮।Http Injector এর সেটিংস কিভাবে করবো ভাই??
উঃকোনো সেটিংস লাগবেনা। শুধু Config File টা Import করলেই হবে।
৯।Config File Download দিতে পারছিনা কেন ভাই??
উঃভাই আপনি যেই কনফিগের কথা বলছেন এটা এখন কাজ করবেনা।Life Time Config টা ব্যবহার করুন।ডাউনলোড করার জন্য অপেরা ব্রাউজার ব্যবহার করতে পারেন।যদি অন্য কোনো পেজে চলে যায় তাহলে পুনঃরায় চেষ্টা করুন।
১০।Http Injector এ কিভাবে Ehi File import করবো??
উঃHttp Injector-Open করুন তারপর উপরের ডান পাশের কর্নারে তিনটি ডট পাবেন,ঐটাতে ক্লিক করলে Config আসবে তারপর import ক্লিক করুন।তারপর আপনি যে ফোল্ডারে ehi File টি ডাউনলোড দিছেন,সেখানে গিয়ে সিলেক্ট করুন।
১১।কনফিগ ফাইল এড হয়না কেন??
উঃসম্ভবত আপনি সম্পূর্ন কনফিগ ফাইলটি ডাউনলোড করতে পারেন নি।
১২।ভাই Config File- Import করার অপশন পাচ্ছি না। তিনটা ডটে ক্লিক করলে Config অপশন আসেনা কেন??
উঃযাদের টপ রাইটে তিনটি ডটে ক্লিক করলে config import করার অপশন আসছে না তারা ১ নং Sshot দেখেন।
১৩।ভাই কানেক্টতো হইছে ডিসকানেক্ট হচ্ছে কেন??
উঃকানেক্ট দেওয়ার পর কয়েকবার ডিসকানেক্ট হতে পারে।ফ্রীনেটতো একটু সমস্যা হলেও সহ্য করে থাকুন(সবার ডিসকানেক্ট হয়না)
নেট প্রবলেম হলে ডিসকানেক্ট হতে পারে।
১৪।আগেতো ভাই অনেক স্পিড ছিল!কিন্তু এখন স্পিড পাচ্ছিনা কেন??
উঃভাই একটা কনফিগ দিয়ে হাজার হাজার লোক ফ্রীনেট চালাচ্ছে।তাই সার্ভার অভারলোট হয়ে যাওয়ার কারণে স্পিড কম পাওয়া যায়।
১৫।স্পিড বাড়াবো কিভাবে??
উঃনতুন কনফিগে স্পিড বেশি পাওয়া যায়।তাছাড়াও uc handler দিয়ে ভালো স্পিড পাওয়া যায়।
১৬।ভাই Uc Handler সেটিংস টা কিভাবে করবো??
উঃ২ নং Sshot টা দেখেন।
১৭।Uc Handler দিয়ে ডাউনলোড দিবো কিভাবে?? ডাউনলোড হচ্ছে না।
উঃএটা একটু জটিল,প্রথমে আপনি যে কোন কিছু ডাউনলোড দেন তারপর দেখবেন ডাউনলোড না হয়ে Retry লেখা আসছে।এখন আপনি যে ফাইলটা ডাউনলোড দিছেন সেটাতে চাপ দিয়ে ধরে রাখুন,তারপর দেখবেন নিচে ডান দিকের কর্ণারে তিনটা ডট আছে! এটাতে ক্লিক করে Download Path Copy করেন।তারপর এই আইপি এড্রেসে প্রবেশ করুন hideip. co তারপর ফাকা বক্সে Copy করা Download path paste করেন এবং Go দেন।
এখন ডাউনলোট দেন।
১৮।ভাই একবার চলছিল আর চলতাছেনা কেন??
উঃএই ক্ষেত্রে আপনি আপনার আইপি এড্রেসটি চেক করুন।
ভাই আপনার যখন চলছিল তখন যে আইপির কথা বলছিলাম সেটি ছিল কিন্তু এখন নাই তাই চলছেনা।
১৯।এইরকম ip না হলে কি vpn connect হবেনা?
উঃঅনেকক্ষন পর হতে পারে তবে ফ্রীনেট না চলার সন্ভাবনা বেশি।
২০।ভাই সব কাজ করছি তারপরও কাজ হচ্ছেনা কেন??
উঃযদি কাজ না হয় তাহলে উপরিউক্ত কার্যক্রমগুলো পূনঃরায় করুন।গতকাল আমার কানেক্ট হচ্ছিলনা তারপর প্রথম থেকে শুরু করছি,
ব্যস কাজ শেষ।
তারপরও যদি না চলে তাহলে ভাই আপনার ফ্রীনেই চালানোর কপাল নাই!?
সহজ ভাষায় বুঝানোর চেষ্টা করেছি।
আশা করি সবাই বুঝতে পারছেন।
যে কয়টা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি,এই প্রশ্ন গুলো ইনবক্সে বার বার চোখে পরছে।
কারো প্রশ্নের উত্তর মিসটেক হয়ে থাকলে Sorry!
কারো যদি এই সমস্যাগুলো ছাড়া অন্য কোনো সমস্যা থাকে তাহলে জানাতে ভুলবেন না।