শিগগিরই দেশে আসছে নতুন প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফোর-জি। তার আগে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন তার গ্রাহকদের ফোরজির জন্য প্রস্তুতকৃত সিম দেয়া শুরু করেছে। বর্তমান যে কোনো গ্রাহক ১০০ টাকা দিয়ে ফোর-জির জন্য প্রস্তুতকৃত সিম নিতে পারবেন।
এ দিকে বিটিআরসি এরই মধ্যে ফোর-জির লাইসেন্স নিলামের জন্য খসড়া প্রস্তুত করে তা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন পেলেই বিটিআরসি ফোর-জির লাইসেন্স দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলবে।
সরকার যতো দ্রুত সম্ভব ফোর-জি সেবা দেয়ার জন্য কাজ করছে বলে জানা গেছে। এ ছাড়া গ্রামীণফোনের মতো অন্য দুই বড় অপারেটর— রবি ও বাংলালিংকও ফোর-জির জন্য তাদের নেটওয়ার্কের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে।