Site icon Trickbd.com

Droid Vpn দিয়ে ফ্রী নেট নতুন সেটিংস By Sk Shipon

Unnamed

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
কারন ট্রিকবিডির সাথে যারা থাকে তারা সব সময় ভাল থাকে।
আমি ট্রিকবিডির ট্রেইনার হতে পেরেছি রেজা ভাই এবং রানা ভাই ও স্বাধীন ভাই এর জন্য।
আমায় ট্রেইনার বানানোর জন্য রানা ভাই, স্বাধীন ভাই ও রেজা ভাইকে জানাই আন্তরিক শুভেচ্চা
এবার কাজের কথায় আসি

এটা আমার প্রথম পোস্ট তাই ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ দেখাব জিপি সিম দিয়ে Droid Vpn দিয়ে ফ্রী নেট চালানো।
অনেকে হয়তো যানেন Droid Vpn ফ্রী নেট আর কানেক্ট হয় না।
কিন্তু আজ আমি Droid Vpn নতুন সেটিংস নিয়ে হাজির হলাম।
কানেক্ট হবে নেট চলবে। কিন্তু স্পীড একটু কম।
তাতে সমস্যা কি। নাই মামার চেয়ে কানা মামা ভাল।

এবার দেখাব কি ভাবে চালাবেন।

এ কাজটি করার জন্য Droid Vpn এর পাশাপাশি আরো একটি এন্স লাগবে সেটা হোলো Hspa+Twaker

ডাউনলোড লিংক নিচে দেয়া হল।

Droidvpn

HspaTwekar

তার পর নিচের স্কীনসট গুলো দেখেন;

Droid Vpn ওপেন করে Settings এ যাবেন
তার পর udp Setting এ যাবেন।

তার পর এখানে যাবেন

তার পর Mode 1 দিবেন

তার পর ব্যাক করে এসে এ সেটিংস করেন

দেখেন কানেক্ট হয়েছে।
এবার Hspa+Twekar এন্স টি ডাউনলোড করে ওপেন করুন।
তার পর নিচের মত করে সেটিংস করুন।

ব্যাস কাজ শেষ।
এবার চালাতে থাকুন নেট। এবং ডাউনলোড করতে থাকুন।
মনে রাখবেন নাই মামার চেয়ে কানা মামা ভালো।

Prof

ভুল হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।