Site icon Trickbd.com

[Hot] GP ফ্রি ইন্টারনেট কোন প্রকার ইজিনেট ছাড়ায়। সকল সীমে চলবে। ( screen shot + video proof )

Unnamed

ইজিনেট দিয়ে এখন 3G স্পীডে গ্রামীনফোন সিমে ফ্রি নেট চলছে।
কিন্তু সকল সিমে ইজিনেট কাজ করছে না, তাই যাদের ফোনে ইজিনেট চলে না তারা Droid VPN ব্যবহার করতে পারেন।

স্পীড মোটামুটি ভালই! আমি ১৫০ kbps পর্যন্ত পাই সকাল বেলা।

যাদের ইজিনেট চলে তাদের দেখার দরকার নাই, স্পীড কম আগেই বলে দিচ্ছি সো কারো না পোষালে পোস্ট টি দেখার প্রয়োজন নাই।

Droid VPN আপটি ওপেন করুন। কারো কাছে না থাকলে প্লে স্টোর থেকে Install করুন।

যদি আগে থেকেই আই ডি খোলা থাকে তবে Account থেকে Username আর Password দিয়ে সেভ করুন।

আর Account খোলা না থাকলে

এখান থেকে খুলে নিন।


এবার উপরে ৩ ডট থেকে Setting → UDP Setting এ ক্লিক করুন।

এবার Remote UDP এ লিখুন “5000” ।

এর পর Local UDP Port এ লিখুন “1” ।

এবার Choose UDP Mode

থেকে “Mode 1” সিলেক্ট করুন।

এখন T Count ঘরে লিখুন “500” ।

R Count ঘরে লিখুন “114” ।

এবার back করে TCP and HTTP এ ক্লিক করুন।

Local TCP port এর ঘরে “1” বসান।

Back করে ICMP Setting এ যান। Choose ICMP Mode থেকে Static Seq Number সিলেক্ট করুন।

এবার Server list থেকে ৩ নাম্বার সার্ভার সিলেক্ট করে হুম পেজ এ এসে “Start” এ ক্লিক করুন আর দেখুন Connected হয়ে গেছে!??

কানেক্ট না হইলে Stop করে আবার Start করুন। দুই তিন বার এরকম করলে কানেক্ট হয়ে যাবে।

স্পীড প্রুফ দেখুন??

সর্বোচ্চ গতি আর ডাউনলোড এর জন্য লেটেস্ট অপেরা মিনি ব্যবহার করুন।

.

কেউ বুঝতে না পারলে নিচের ভিডিওটি দেখুন।

.

video: GP free net 2017 using DroidVPN । ড্রইড ভিপিএন দিয়ে জিপিতে ফ্রি নেট।

বিঃদ্রঃ – রুট ছাড়া বর্তমানে এই ভিপি এন কানেক্ট হচ্ছে না, তাই যাদের সমস্যা হচ্ছে তারা Run As Root দিয়ে চেষ্টা করুন। ধন্যবাদ।

.

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

যেকোনো সমস্যায় ফেসবুকে মেসেজ করতে পারেন।

Exit mobile version