Site icon Trickbd.com

Gp Free net এর KPN TUNNEL এর জন্য ১২টি Config | সাথে a2z স্ক্রিনশটসহ Config setup সিস্টেম – Moshiur Piyas

Unnamed

বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।

আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে আল্লাহ রহমত দান করুক।

আমার ২৮ তম পোস্ট এ শুভেচ্ছা। ফ্রিনেট নিয়ে ২য় পোস্ট। ভুল হবেনা আশা করছি।ভুল হলে জানাবেন।ইনশাআল্লাহ সমাধান দিবো।।

আপনি যদি এই পোস্ট জানেন তবে অনায়াসে পড়তে পারেন কিন্তু দয়া করে অন্তত রোজার মাসে,বাজে কমেন্ট করবেন না প্লিজ।
এডমিন ভাইও বলে –
জানলে জানাও না, জানলে জানো।
তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।

ফ্রী নেট বিষিয়টা তাইতো?
আগে পুরো পোস্ট পড়ুন। তারপর।কাজ করেন।তাড়াহুড়া করবেন না।ফ্রি চলবেই।আগে সম্পুর্ন পোস্ট পড়েন।
ফ্রিনেট যারা যারা পোস্ট করেছেন তাদের সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।।
টিউনাররা তো প্রমান ছাড়া ফ্রিনেট পোস্ট করে না।
তবুও না চললে তাদের কি দোষ।তারা আপনার দেয়া চাকরি করে না যে কাজ ঠিক মতো না হলে বকাঝকা করবেন।আশা করি সবাই বুঝবেন।
আমিও সব টিউনার দের মধ্যেই পরি।

যদি আপনার না চলে তাহলে দয়া করে গালি গালাজ করবেন না।ট্রিকবিডি জিপি ফ্রিননেট ক্যাটাগরি তে সমাধান না পেলে,আমাদের কাছে আপাতত নতুন সমাধান নেই।সমাধান পেলে সরাসরি আমরা পোস্ট করবো।

আমার কয়েকদিন আগেও চলতো না।১০-১৫ দিন সিম দিয়ে নেট কানেকশন অফ রাখার পরে চেষ্টা করে দেখি সব ফ্রি নেট এপ দিয়েই ফ্রি নেট চলে।
সো চেষ্টা ছাড়বেন না।

################################

KPN Download Link

KPN :-

(Download করা ককনফিগ এর ক্ষেত্রে।পোস্ট এর নিচে ১২ টা কনফিগ লিন্ক আছে। )

আমি কয়েকটা কনফিগ বানিয়ে ডাউনলোড লিনক দিয়ে দিচ্ছি।অনেকগুলা ডিরেক্ট লিন্ক এলসাথে পোস্টে দেয়া যায়না। আপ্নারা কষ্ট করে লিন্ক কপি করে ডাউনলোড করে নিয়েন।৪টা সার্ভার এর ১২ টা একাউন্ট দিলাম।মেয়াদ আগস্ট ১১-১৩
http://www111.zippyshare.com/v/DbfQQEaT/file.html

http://www111.zippyshare.com/v/BYyG6JXQ/file.html

http://www111.zippyshare.com/v/76zXndJo/file.html

http://www111.zippyshare.com/v/fNDB6jUK/file.html

http://www111.zippyshare.com/v/Q0X3NL3i/file.html

http://www111.zippyshare.com/v/zqYqi6eo/file.html

http://www111.zippyshare.com/v/hkI8a7eh/file.html

http://www111.zippyshare.com/v/vxB288Jr/file.html

http://www111.zippyshare.com/v/WF2zVDUh/file.html

http://www111.zippyshare.com/v/Te5iF9eL/file.html

http://www111.zippyshare.com/v/fvjEn5LL/file.html

http://www111.zippyshare.com/v/smMzWQuT/file.html

সেট আপ এর ক্ষেত্রে
১ম ধাপঃ

KPN ওপেন করে অপশন( উপরের ডান কোনায়)

বাটনে ক্লিক করুন।Config এ ক্লিক করে Import এ ক্লিক করুন।

এখন আপনাকে সরাসরি kpn tunnel ফোল্ডারে নিয়ে আসবে।সেখান থেকে ক্লিক করলাম

চাইলে আপনি ফোনের বেক বাটনে ক্লিক দিয়ে,
যেই ফোল্ডারে ডাউনলোডকৃত কনফিগটা রাখা আছে সেই ফোল্ডারে ঢুকে কনফিগ এ ক্লিক করতে পারেন।

(তবে এখানে উল্লেখ্য যে।ডাউনলোডকৃত কনফিগ এর ফোল্ডারটা অনেকেই খুঁজতে কষ্ট হবে।আমি সাজেস্ট করবো configটা মুভ করে Kpn Tunnel ফোল্ডারে রাখবেন ।

ধরুন Uc Browser দিয়ে কনফিগ ডাউনলোড করেছেন।
এখন ফোনের ফাইল মেনেজার এ ঢুকে UCBrowser দিয়ে ডাউনলোড দিলে যেই ফোল্ডারে যায় (ডিফল্টভাবে Uc browser ফোল্ডার) সেখান থেকে কনফিগটা move করে,

Internal Storage/ ফোন মেমরি এর KPN Tunnel ফোল্ডার এ রাখবেন।তাহলে import এ ক্লিক করার পরই তা হাতের সামনে পাবেন।কাজটা সহজ হবে?)

###২য় ধাপঃ
বিমানের মতো চিনহে ক্লিক করুন।তারপর








আমার কানেক্ট হলে VPN লেখা আসে।আপনাদের ভিপিএন কানেক্ট হলে চাবি/চাঁদ আইকন আসবে। এখন ইঞ্জয় করুন ফ্রি নেট
যদিও প্রুভ আপ্নারা জানেনই তাও দিলাম

পরবর্তিতে ইনশাআল্লাহ আবার নতুন কনফিগ দিবো।

বুঝতে সমস্যা হবে না।তবুও যদি,

কনফিগ সেট করতে সমস্যা হলে ভিডিও দেখবেনউপকার হলে সাবস্ক্রাইব করবেন।

এছাড়াও যোগাযোগ,
MD Moshiur Hossain Piyas