Site icon Trickbd.com

যারা EasyNet বন্ধ হইছে বলে বলে মুখে ফেনা তুলছেন তাদের উদ্দেশ্যে বলছি – # EasyNet অফ হয়নি।

Unnamed

সবাইকে প্রথমে একটা কথা বলে রাখি পোষ্ট টি সম্পুর্ন কপি করা হয়েছে। এবং কপি করেছি ট্রিকবিডি এরর এডিটর পোষ্ট টি গ্রুপ থেকে কপি করে পোষ্ট দিতে বলেছে তাই।
পুরো পোস্টটি খুব মনোযোগ দিয়ে পড়ুন-
ইজিনেট এখনো চালু আছে। EasyNet বন্ধ হয়নি; আর
কখনো হবেও না৷ যাদের সিমে ইজিনেট চলতো
তাদের সবারই দেখবেন যেকোন Website এ
ঢুকতে গেলে Browser আপনাকে Redirect করে
আপনাকে EasyNet পেজে নিয়ে যাবে৷ আর ঠিক
এই Redirection টা কে কাজে লাগিয়েই আমরা এতদিন
FreeNet চালিয়েছি৷
.

তো যেহেতু ইজিনেট বন্ধ হয়নি, এমনকি
রিডাইরেক্টশনও হচ্ছে তাহলে আমরা কেন আর
ফ্রী নেট চালাতে পারছি না? গলদটা কোথায়??
চলুন আর একটু গভীরে ডুব দিয়ে ঘটনাটা ঠিক শুরু
থেকে বোঝার চেষ্টা করি-
.
প্রথমত আমরা যে সার্ভার দিয়ে ফ্রী নেট চালাতাম তা
হলো ( redirection.gpeasynet.com ) – যা আপনারা সবাই
জানেন৷ এটার ২ টা Port ছিল 80 এবং 2727/2323। তো
আমরা 2727/2323 Port টি ব্যবহার করে ফ্রী চালাতাম।

এখন গ্রামীনফোন চতুরতার সাথে ২৩২৩/২৭২৭
পোর্টটি বন্ধ করে দিয়েছে। বর্তমানে শুধু 80
পোর্ট টি খোলা আছে।
.
তো কথা হলো আমরা কেন খোলা থাকা Port 80
দিয়ে ফ্রী নেট চালাচ্ছি না বা চালাতে পারছি না?
এখানে একটু প্যাঁচ আছে৷ তাও আপনাদের সকলের
বোঝার সুবিধার্তে যতটুকু সম্ভব সহজভাবে বলার
চেষ্টা করছি-
খোলা থাকা Port 80 হলো আমরা যে রেগুলার
প্যাকেজ কিনে চালাই তার পোর্ট, এবং এটা দিয়ে নেট
এক্সেস করতে আপনাকে অবশ্যই Pay As You Go
চালু করতে হবে, যা আপনার ব্যালেন্সের ওপর
চলবে৷ ব্যাপারটা ঠিক এমন যে,
ধরুন, জিপি অপারেটর সার্ভারের কাছে আপনার সিম
নম্বর টা এক অ্যাকাউন্টের মতো৷ তাই যখন যখন এই
Port কে রিডাইরেক্ট করে অন্য কোন সাইটে
ঢুকতে যাবেন, তখন সার্ভার আপনার Balance or
Package Scan করবে৷ তখন ঠিক যখন টুকু টাকা বা এমবি
থাকবে, ঠিক ওই পরিমান পেজ লোড হবে, সাথে
সাথে সার্ভার আপনার একাউন্ট থেকে সে পরিমাণ ডাটা
বা সমমূল্যের ব্যালেন্স বিয়োগ করতে থাকবে, যা
Zero হয়ে গেলে আর চলবে না৷ তাই অন্য কোন
Open Port না থাকলে, এককভাবে শুধু Port 80 দিয়ে
কখনোই ফ্রী নেট চালানো সম্ভব নয়৷
ফ্রীনেট চালানোর জন্য অবশ্যই আরো পোর্ট
বের করা আবশ্যক৷
.
আর তাছাড়াও গ্রামীনফোনের পক্ষে একটা পোর্ট
দিয়ে সার্ভার চালানো জটিল হয়ে দাঁড়াবে। তাই তারা ২য়
পোর্টটি অবশ্যই খুলে দিবে। নাহলে পরিবর্তন
করে দিবে।
সো ততক্ষন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই
করার নেই 
(কোথাও ভুল হলে ক্ষমা প্রার্থী)

Tech Master’s BD

Exit mobile version