আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন ট্রিকবিডির পক্ষ থেকে এই কামনা রইলো।
প্রথমে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিতে লাইক দিন।
একটি কথা না বললেই নয় আমার দেয়া ফ্রী নেট দিয়ে আপনি হয়ত অনেক কিছু ডাউনলোড দিবেন দেখবেন শুনবেন খেলবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি যাহা কিছুই করেন না কেন আমি প্রতক্ষ কিংবা পরক্ষ কোন ভাবেই আপনার সাথে জড়িত থাকবো না । আপনি যাহা কিছুই করিবেন নিজ দায়িত্বে করিবেন । যাহারা উপরুক্ত শর্তে রাজি থাকতে পারবেন না তারা নিচে নামবেন না। দয়া করে এড়িয়ে যান।
ধন্যবাদ।
আমাদের সবারই মনে আছে PD proxy এর সেই পুরাতন কথা। আমার ট্রিক টাও সেটা নিয়েই । তবে আপনি অন্য এপস ও ইউজ করতে পারেন মনে রাখবেন জিপির UDP 53 পোর্ট খোলা আছে অন্য এপস দিয়ে ট্রাই করলে অবশ্যই পোর্ট UDP 53 করবেন
এবার আসি মুল বক্তব্যে
নিচের লিঙ্ক থেকে PD proxy ডাউনলোড করে নিন।
এবার নিচের লিঙ্ক থেকে অনেক গুলো আইডি তৈরি করেন (একটা আইডি দিয়ে ১ দিনে ১০০ এম্বি পর্যন্ত ইউজ করতে পারবেন) তাই যত পারেন আইডি খুলেন ।ইমেইলের অভাব হলে নামের মাঝখানে . ইউজ করে একটা ইমেইল দিয়েই অসংখ্য আইডি খুলতে পারবেন
এবার জিপ ফাইল কে PD luncher.exe তে ক্লিক করেন ড্রাইভার অটোমেটিক ইনস্টল হবে । অটোমেটিক না হলে Install TAP Drivers.bat এ ক্লিক করে ম্যানুয়ালি করে নিবেন ।
এবার PD proxy এর তিন নাম্বার ট্যাবে মানে সেটিং এ ক্লিক করে “click hare to show advance setting” এ ক্লিক করেন ।
এবার এডভান্স সেটিং থেকে UDP তে ৫৩ দেন আর কি্ছু করবেন না এবার সেভ দিয়ে বের হয়ে আসে ইউজারনেম পাস দিয়ে লগিন করেন।
আর হ্যা অবশ্যই ৮০/৯০ এম্বি ইউজ হলে অন্য আইডি দিয়ে লগিন করবেন
All Time Free Net পেতে ভিসিট করেন Trickmela.com
ভাল থাকবেন সবাই।