Site icon Trickbd.com

[DroidVpn User Must See] ড্রইড ভিপিএন এর ডিসকানেক্ট প্রবলেম সল্ভড। আশা করি আর ডিসকানেক্ট হবেনা।

Unnamed

[ পোস্ট এর প্রথমে ই বলে নেয়, পোস্ট টি আমার নাহ ট্রিকবিডির একজন Contributor ইনবক্স এ দিয়েছে জাতে ওনার হয়ে আমি ট্রিকবিডিতে পোস্ট টি করে দেয়, আর আমি এডমিন ভাইদের বলব যে পোস্ট টা যদি আপনার কাছে মানসম্মত মনে হয় তাহলে প্লিজ ওনাকে অথোর করে দিয়েন। ওনার আইডি লিংক Minhazmm ]
আমরা যারা ড্রইড ভিপিএন ব্যবহার করছি তারা প্রায় সবাই ডিসকানেক্ট সমস্যায় ভুগছি।
আজ আমি যে ট্রিক্সটি শেয়ার করবো এর মাধ্যমে আপনি অনেকটাই সস্তি পাবেন ড্রইড ভিপিএন ব্যবহারে। আমি এই ট্রিক্স অনেক দিন ধরেই ব্যবহার করে আসছি। এর মাধ্যমে আপনার ৯০% এরও বেশি ডিসকানেক্ট কমে যাবে। এর জন্য আপনাকে অনেক কিছু করতে হবেনা শুধু প্লেস্টোর থেকে একটা এপ্স নামাতে হবে।
তো চলুন:
প্রথমে প্লেস্টোরে গিয়ে নিচের এপ্সটা নামিয়ে ইন্সটল দিয়ে রাখেন

তারপর ব্যাক এ এসে আপনার DroidVpn কানেক্ট করেন।

ড্রইড ভিপিএন কানেক্ট হয়ে গেলে HSPA Tweaker এপ্সটাতে যান।
তারপর

তারপরে Service Type এ File load করে দিন আর Command retry interval এ 1sec করে দিন
নিচের মত

তারপরে ব্যাক এ এসে বৃত্তের ভেতরের H এ ক্লিক করেন।
স্ক্রিনশুট দেখেন

তারপর

কাজ শেষ। এখন এটা মিনিমাইজ এ রেখে দিয়ে নেট চালাতে থাকেন। আশা করি আগের চেয়ে ডিসকানেক্ট প্রবলেম অনেক কমে যাবে। আমি বলবোনা যে ডিসকানেক্ট হবেনা। হবে কিন্তু ৯০% কম হবে। আর যদি আপনার কাজ না হয় তাহলে করার কিছু নাই।
ধন্যবাদ সবাইকে ট্রিকবিডির সাথেই থাকুন