Site icon Trickbd.com

জিপিতে মিনিট প্যাক কেনার প্রয়োজনীয় কোডগুলো

Unnamed

আপনারা সবাই কেমন আছেন।আশা করি ভাল।আচ্ছা কাজের কথাই আসি,আমাদের অনেক সময় বেশী কথা বলার প্রয়োজন হয়।কিন্তু আমরা টাকা দিয়ে কথা বললে আমাদের সাশ্রয় হয়না। তখন আমরা মিনিট কিনে কথা বলতে পারি।এই জন্য নিচের টিপসটি দেখুন:——

1. ১.৫৪ ( ভ্যাটসহ ) টাকায় আপনি পাচ্ছেন ৪ মিনিট জিপি-জিপি টকটাইম ৷
= কিনতে ডায়াল করুন *1000*1#
=মিনিট চেক করতে ডায়াল করুন *1000*2#
=মিনিটের মেয়াদ মাত্র ৪ ঘন্টা ……..

2. ২+ ( ১৫% ভ্যাট এবং মোট মূল্যের উপর ৩% সম্পূরক শুল্ক ) টাকায় আপনি পাচ্ছেন ৬ মিনিট জিপি-জিপি টকটাইম ৷
=কিনতে ডায়াল করুন *1000*6#
=মিনিট চেক করতে ডায়াল করুন *1000*2#
=মিনিটের মেয়াদ মাত্র ৪ ঘন্টা …….
=*1000*9# ডায়াল করে প্যাকটি বন্ধ করতে পারবেন ।

3. ৩ টাকা ( ভ্যাটসহ ) টাকায় আপনি পাচ্ছেন ১০ মিনিট জিপি-জিপি টকটাইম ৷
কিনতে ডায়াল করুন *5000*70#
মিনিট চেক করতে ডায়াল করুন *1000*2#
ক্রয় করার সময় থেকে ৬ ঘণ্টা পর্যন্ত ফ্রি মিনিটের মেয়াদ থাকবে

4.৫ টাকায় ২০মিনিট+৫এমবি+৫এসএমএস+৫এমএমএস
=কিনতে ডায়াল করুন *111*10*1#
= *111*10*99# ডায়াল করে প্যাকটি বন্ধ করতে পারবেন ।
= মেয়াদ ২ দিন, রাত ১০টা-সকাল ৮টা

5.৫.৫০ টাকায় ১৭মিনিট+১৭এসএমএস
=কিনতে ডায়াল করুন *111*10*8#
= *111*10*94# ডায়াল করে প্যাকটি বন্ধ করতে পারবেন ।
= মেয়াদ ১ দিন, রাত ১২টা-বিকাল ৪টা

6. ১৩ টাকা ( ভ্যাটসহ ) টাকায় আপনি পাচ্ছেন ৪০ মিনিট জিপি-জিপি টকটাইম ৷
কিনতে ডায়াল করুন *111*29#

মিনিট চেক করতে ডায়াল করুন *1000*2#
ক্রয় করার সময় থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত ফ্রি মিনিটের মেয়াদ থাকবে

যেকোনো সমস্যা হলে আামার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।ফেসবুকে যোগাযোগ করতে এইখানে ক্লিক করুন