আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কয়েকদিন trickbd তে পোস্ট করা হয়নি। কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তা হল droid vpn র problem গুলা solve করা। একাজে আমি অনেকাংশে সফলও হয়েছি। তাই আমার এই পোস্ট।
নিচে পার্ট পার্ট করে সমস্যা এবং সমাধান দিলাম।
SETTINGS:
#Remote udp port: 123
Local udp port: 8439
Tcount-1
Rcount-3
icmp-statique
VERSION:
আমি শতকরা ৭০ ভাগ মোবাইলে droid vpn version 3.0.1.6 তে এই ট্রিকে সফল হয়েছি। তবে আপনারা অন্যান্য version গুলাতেও try করে দেখবেন। কারণ এক এক মোবাইলে এক এক ভার্শনে কাজ হয়।
DISCONNECT PROBLEM:
উপরের নিয়মে সেটিং করলে disconnect খুব কমই হয়। তবে settings থেকে misc settings এ গিয়ে নিচের অপসন দুইটা অন করে দিলে disconnect হলে আবার নিজে নিজে connect হয়ে যাবে।
SPEED PROBLEM:
উপরের সেটিংসে speed ভালোই পাবেন। সবসময় ১৫০+kbps পাবেন। সবচেয়ে ভালো হয় যদি kpn tunnel এর জন্য যেভাবে ssh account করছিলেন অইভাবে ssh account খুলে proxy settings এ use করেন। তাহলে maximum speed পাবেন। এছাড়া hspa 3g booster apk টাও ব্যাবহার করতে পারেন। এতে স্পিড সামান্য হলেও বাড়ে।
উপরের নিয়ম গুলা মেনে চললে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না।
কিছু বিশেষ কথাঃ
আগেই বলছি সব মোবাইলে ভার্শন 3.0.1.6 কাজ করে না। তাই আপনারা অন্যান্য ভার্শনও try করবেন। দ্বিতীয়ত আপনারা local udp port একেক সময় একেকটা দিয়ে try করবেন। যেটাতে বেশি স্পিড পাবেন অইটা use করবেন। যেমন আমি 8439 use করি। তবে local udp port always 1024 এর উপরে দিবেন।
আপনারা হয়ত জানেন আমি এর আগেও droid vpn নিয়ে পোস্ট করছি। আসলে আমি আপনাদেরকে ফ্রি নেট উপহার দিতে। যেহেতু এখন কোনো সার্ভার দিয়ে ফ্রি নেট নাই তাই আমি চেষ্টা করছি droid vpn যাতে আরো ভালোভাবে চালানো যায়। তাই আরো ভাল কোনো সেটিং পেলে আবার আপনাদের মাঝে শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আর কোনো সমস্যা হলে comment করে জানান। সমাধান দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।
আসসালামু আলাইকুম।