Site icon Trickbd.com

নিয়ে নিন droid vpn এর high speed config. না দেখলে পস্তাতে পারেন।

Unnamed

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম droid vpn এর high speed setting নিয়ে। যেহেতু সার্ভার দিয়ে ফ্রি নেট নাই সেহেতু এই droid vpn ই ভরসা।

তো আপনারা আমার পোস্ট অনুযায়ী same to same setting করবেন। বেশকম করবেন না। অন্যথায় কাজ হবে না।

প্রথমে নিচের মত apn create করে নেন।name যেকোনোটা দিবেন। বাকি সব screenshot এর মত দিবেন। এর বাইরে কিছু দিবেন না।

তারপর terminal emulator on করে লিখুন ping self.skitto.com
লিখে এন্টার প্রেস করেন।
তারপর ড্রয়িড ভিপিএন অন করে account দিয়ে login করেন। তারপর নিচের মত setting করেন। একটু বেশকম হলে হবে না। যেরকম সেটিংস করছি ঠিক সেরকম করবেন। কিছু অতিরিক্ত করতে যাবেন না।
প্রথমে udp settings>mode 1 করে দেন।
তারপর নিচের screenshot অনুযায়ী কাজ করেন।






তারপর ২-৬ যেকোনো সার্ভার সিলেক্ট করে চালান। মনে রাখবেন একবারে কানেক্ট নাও হতে পারে। তাই কয়েকবার ট্রাই করবেন। কানেক্ট হয়ে যাবে। তারপর চালান ভালো স্পিড পাবেন।

কিছু বিষেশ কথাঃ

★ আমি আমার আগের পোস্টেও বলেছি একেক জনের মোবাইলে একেক ভার্সন ভালো কাজ করে। তাই আপনার মোবাইলে যে ভার্সন কাজ করে আপনি সেটা use করেন।
★ উপরের পোস্ট শুধুমাত্র স্পিড বাড়ানোর জন্য। সুতরাং এটাতে disconnect problem থাকতেই পারে। diaconnect problem solve করার অনেক পোস্ট trickbd তে আছে। সেগুলা try করে দেখতে পারেন।
আর ভালো স্পিড পাওয়ার জন্য অবশ্যই UC MINI use করবেন।
★ আপনি চাইলে hspa+ 3g booster use করতে পারেন স্পিড বাড়াতে চাইলে।
★ আমি নিজে try না করে কোনো পোস্ট করি না। আমি droid vpn নিয়ে যা পোস্ট করি সব working post তা আমার আগের পোস্ট দেখেই জানতে পারবেন।
★Last আরেকটা কথা এই setting Facebook এ share করবেন না। তাহলে এর স্পিড কমে যাবে।

তো এখানেই আমার পোস্ট শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর trickbd এর সাথে থাকবেন।

আসসালামু আলাইকুম।