Site icon Trickbd.com

[Hot] গ্রামীনফোন User রা ডাউনলোড করে নিন Flexiplan একদম ফ্রীতে।আপডেট দেওয়ার জন্য আর MB খরচ করতে হবেনা।

Unnamed

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আমাদের অনেক সময় ম্যাসেজ দেয় যে আপনি Flexiplan আপডেট দিন।কিন্তু তখন আমাদের এমবির প্রয়োজন হয়।অনেক সময় এমবি না থাকায় আপডেট দিতে পারি না।কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রীতে।তাই সবসময় Flexiplan আপডেট দেওয়ার জন্য লিঙ্কটা Quick Access বা Bookmarks এ রেখে দিন।

Flexiplan এর বিবরণ

সাইজঃ৫.৪৯ এমবি(কিন্তু আপনি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।)
কাজঃমিনিট,এমবি,এসএমএস বিভিন্ন মেয়াদে কিনতে পারবেন।

ডাউনলোড লিঙ্কঃ(Free)

দেখে নিন প্রুফসহ অ্যাপটার কিছু স্কিনসর্টঃ




Flexiplan এর কিছু শর্তাবলিঃ

(1)প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য ফ্লেক্সি প্ল্যান প্রযোজ্য (ইআরএস ও বিজনেস সল্যুশনস পোস্টপেইড ছাড়া)।
(2)গ্রাহকগণ শুধু মেয়াদ ক্রয় করতে পারবেন না। মেয়াদ বেছে নেয়ার আগে তাদেরকে ডাটা/মিনিট/এসএমএস থেকে কমপক্ষে একটি আইটেম কিনতে হবে। অপরপক্ষে, আইটেম বেছে নেয়ার পর মেয়াদ বেছে নেয়া বাধ্যতামূলক।
(3)বান্ডেল ক্রয় করার জন্য গ্রাহক যে পিন নম্বরটি পাবেন তা নিজের নিরাপত্তার জন্যই অন্য কারও সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, যেহেতু তা প্রতারণামূলক কাজে ব্যবহৃত হতে পারে। ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্য কাউকে ফরোয়ার্ড করলে ফরোয়ার্ডকারীর মোবাইল ব্যালেন্স থেকে চার্জ কাটা যেতে পারে, যেহেতু প্রতারক অন্য কারও নম্বরকে ‘পেয়ারস’ অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করতে পারে, এবং নিজের নম্বরকে ‘গিফট’ অপশনে রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারে।
(4)গ্রাহকরা সকল কম্বিনেশন দেখে তাদের বান্ডেল বেছে নিবেন এবং “Agree & Continue” বাটনে ক্লিক করবেন এবং এভাবে তারা নিজেদের প্যাক বেছে নেয়ার জন্য সম্পূর্ণ নিজেরা দায়বদ্ধ থাকবেন।
(5)ফ্লেক্সিপ্ল্যান-এর মেয়াদ/ভলিউম রেগুলার প্যাক-এর মেয়াদ/ভলিউম-এর থেকে সম্পূর্ণ আলাদা।
(6)ফ্লেক্সিপ্ল্যান-এর এক মেয়াদের (১, ৭, ১৫, ৩০ দিন) ভলিউমের সাথে অন্য মেয়াদের ভলিউম যোগ হবে না।
(7)ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1*2#এখান থেকে ক্রয় করা এসএমএস জিপি-যেকোনো লোকাল নম্বরে ব্যবহার করা যাবে।ক্রয় করা ফ্লেক্সি প্ল্যান বান্ডেলের জন্য অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয়।

(9)“Any Network/local number” বলতে দেশের ভেতর যেকোন নেটওয়ার্কে করা কল বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটরে, জিপি-PSTN ও জিপি-IPTSP) যার মধ্যে কোন শর্টকোডে করা কল অন্তর্ভুক্ত নয়।

(10)সারচার্জ (এসসি), সম্পূরক শুল্ক (এসডি) এবং ভ্যাট প্রযোজ্য।এই অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।
বিস্তারিত জানতেঃwww.grameenphone.com

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।

সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ