আসসালামু অলাইকুম ,
কেমন আছেন সবাই ?? আশা করি ভাল আছেন ।
সময়ের সল্পতার কারণে আর আগের মত পোষ্ট করা হয় না , তো চলুন কথা না বাড়ীয়ে দেখে নেই কিভাবে যেকোন ফোনে sky vpn চালাবেন।
এই tricks টি আমি নিজেই বের করেছি এবং এটা খুব কাজের তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এটা কোন ফ্রি নেটের পোষ্ট না বা এই sky vpn ফ্রিনেটটি আমার নয়।আমার জানামতে সে একজন ইউটিউবার।যাইহোক,তাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের টিউনটি শুরু করছি।আমার আজকের টপিক কিভাবে যে কেউ,যে কোন gp সীমে,sky vpn দিয়ে ফ্রি নেট চালাবেন।অনেকে এখনো আছে যারা আজ পর্যন্ত sky vpn connected ই করতে পারেন নি।আবার অনেকের আগে connect হতো কিন্তুু premium mb শেষ হবার পর আর connect হচ্ছে তাদের জন্য মূলত এই পোষ্ট।
##যদি আপনার ফোনে আগে থেকে sky vpn install করা থাকে তাহলে unstall করে নিন।এবার আপনার ফোনে বা মেমোরিতে যান।
Android, Sky vpn এ ২ টি ফোল্ডার ডিলিট করে দিন। root user হলে Android Id Changer দিয়ে id change করে নিবেন।
এখন যে কোন ভারশনের sky vpn ডাউনলোড করে install করে নিন।এখন *121*3*7*3# ডায়াল করে আপনার ইন্টারনেট প্যাক বন্ধ করে নিন।আবার *5000*55# করে ইজিনেট চালু করুন।এবার আপনার সেটিং এ যান।
আপনাকে নতুন একটা apn বানাতে হবে।
এজন্য
Name: Any
APN: internet
APN type: default
Proxy: http://gpeasynet.com
Port: 80
Server: 168.235.198.2
℗
সবকিছু কাজ করার পর ফোন রিবুট দিবেন।যে সীমে এমবি আছে ওইটা থেকে প্রথমবার sky vpn premium এ update করে নিবেন।এবার যে সীমে টাকা এমবি নেই সেটা দিয়ে connect করেন।১০০% connect হবেই।
এ পোষ্ট ৩-৪ দিন আগে লিখতে শুরু করেছিলাম।সময় স্বল্পতার জন্য শেষ করা হয় নি।তাই screenshot এর time মিলবে না। ধন্যবাদ সবাইকে
ফ্রিনেট সম্পর্কিত সকল তথ্য ও এন্ড্রয়েড সংকান্ত সকল সমস্যার সমাধানের জন্য আমার বানানো নতুন গ্রুপে আজই যোগ দিন।