Site icon Trickbd.com

যাদের সিমের কলরেট বেশি এবং ডাটা কানেক্ট করলে সিমের সব টাকা কেটে নেয়।তাদের জন্য একটি দারুণ ট্রিক যা আপনার অনেক কাজে আসবে।

Unnamed

আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।


আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি দারুন ট্রিক।যা আপ্নাদের অনেক কাজে আসবে।তো চলুন শুরু করা যাক।
ফোনের টাকা নিয়ে আমাদের নানান ধরনের সমস্যায় পরতে হয়::::;
• আমরা অনেকেই যখন ফোনে টাকা রেখে ডাটা চালু করি তখন আমাদের ফোনের টাকা গুলো কেটে নেয়।অনেক কোড ডায়াল করলেও কোনো উপকারে আসতে চায় না।
• বর্তমানে কলরেট অনেজ বেশি তাই এই ট্রিক টি অনেক কাজের যা আপনার ১মাসের জন্য
• এই ট্রিক টি মিনিট ১টাকা করে কাটবে ১মাসের জন্য।

আজকের ট্রিক টি হচ্ছে,,, প্রথমত আপনি আপনার ফোনে ১০টা ফ্লাক্সি করুন তারপর চলে যা ফ্লাক্সি প্লানে এবং এই ৯.৭৯টাকা দিয়ে ১০মিনিট ৩০ দিনের জন্য কিনুন।।।এতে অনেকে বলতে পারেন যে ডাটা কানেক্ট করলেই তো টাকা কাটে। তাও আপনাদের জন্য হচ্ছে।। প্রথমত যে সিমে টাকা নেই সেই সিমে ডাটা কানেক্ট করুন।।। এবং ফ্লাক্সিপ্লানে চলে যান সেখানে গিয়ে আপনার যে সিমে টাকা আছে সেই সিমটির নাম্বার এবং কোড দিন। তারপর ওই সিমে ১০ মিনিট ৯.৭৯ টাকা দিয়ে কিনুন। হয়ে গেলো।

• আবার অনেকে বলতে পারেন যে আমার অটোমেটিক ভাবে লগিন হয়।।আপনাদের জন্য হচ্ছে::::;১০ মিনিট ৯.৭৯টাকা দিয়ে কিনুন তারপর কনফ্রম করুন তারপর দেখুন নিচে আপনার নাম্বারের উপরে একটি তীর চিহ্ন আছে সেখানে ক্লিজ করে নাম্বার পালটিয়ে নিন।
আপনি চাইলে বার বার এই ট্রিকটি কাজে লাগাতে পারেন।
স্কিনশট::;



ধন্যবাদ সকলকে।