Site icon Trickbd.com

DroidVPN এক ক্লিকেই কানেক্ট! সবকিছু চলবে।

আসসালামু আলাইকুম

আশা করি সকলে ঈদ ভালোই কাটাচ্ছেন। তবে DroidVPN ব্যবহারকারীদের নিশ্চয় ঈদ’টা ভালো যাচ্ছে না। “যাও একটা ফ্রি নেট ছিল, তাও দিল প্যাঁচাল মেরে।” এমনটা যারা ভাবছেন তাদের বলছি DroidVPN এর সার্ভারের সমস্যা তাই সম্প্রতি স্পিড পাওয়া যাচ্ছে না। এটা কিছুদিনের মাঝেই ঠিক হয়ে যাবে।

তবে মূল যে সমস্যাটা প্রায়জনের ক্ষেত্রেই হচ্ছে তাহলো DroidVPN কানেক্ট হচ্ছে না। আবার কানেক্ট হবার পর কিছু চলছে না।
উদাহরণস্বরূপ: নিচের স্ক্রিনশটে দেখুন DroidVPN কানেক্ট হয়েছে।

কিন্তু এবার দেখতেই পাচ্ছেন কিছু চলছে না যদিও DroidVPN কানেক্টেড।

আপনারা জেনে খুশি হবেন। দুটি সমস্যা মূলত একই সূত্রে গাঁথা। তাই আমাদের এক সমাধানেই দুটোর সমাধান হয়ে যাবে।

হুম,,, যেহেতু আমাদের সমস্যাগুলো সমাধানই করতে হবে তাই আর এদিক ওদিক গেলে চলবে না। সোজা সমাধানে যেতে হবে।

তবে তার আগে একটা বিষয় বলে নিই যে বিষয়টা অনেকের মনের প্রশ্ন হিসেবে গেঁথে আছে। কেন DroidVPN কানেক্ট হচ্ছে না কিংবা হয়েও কিছু চলছে না?

ℹ➡ বিষয়টা সিম্পল। এটা মূলত DroidVPN এর একটা সার্ভার প্রবলেম। যা বিগত বছরগুলোতে ছিল না।

তো সেই সার্ভার প্রবলেমটা কিরূপ সেটা আমরা আরেকটু এগোলেই বুঝতে পারব।

DroidVPN এর সার্ভার লিস্টে যান।

Los Angeles 1 সিলেক্ট করুন।

START চাপুন।

এবার কি দেখতে পাচ্ছেন Server list updated! লিখা এসেছে। এটাই মূল জিনিস যার কারণে DroidVPN কানেক্ট হয় অথচ কিছু চলে না!

(যারা DroidVPN আগে থেকে ব্যবহার করছেন তাদের নিশ্চয় মনে আছে আগে DroidVPN এ ঢুকে স্টার্ট করলেই server list updated লিখা আসত এবং VPN কানেক্ট হয়ে যেত (অর্থাৎ অটোমেটিক হতো)। কিন্তু গত দেড় মাস যাবত server list updated-ই আমাদের সার্ভার সমস্যায় ফেলছে। তাই আমাদের প্রিমিয়াম সার্ভার কাজে লাগিয়ে সার্ভার লিস্ট আপডেট করতে হচ্ছে)।

এবার Stop করে আবার সার্ভার লিস্ট থেকে যেকোনো একটা ফ্রি সার্ভার সিলেক্ট করুন।

এবার Start করলেই কানেক্ট হয়ে যাবে….কানেক্টেড!

এবার সবকিছু চলবে।

তবে স্পিড প্রবলেমটা ফিক্স হতে একটু সময় লাগবে। তাই স্পিড পেতে DroidVPN এর সার্ভার ঠিক হওয়ার অপেক্ষা করুন।

কোনো প্রয়োজন পড়লে আমাকে ফেসবুকে নক করতে পারেন, Shadin on Facebook

বি.দ্রঃ অযথা নক করবেন না। ইম্পোরটেন্ট ম্যাটার হলে নক করবেন।

আজকের মতো বিদায়……???

Exit mobile version