প্রথমেই বলব পুরো পোস্টটি পড়ুন। অনেকেই পুরো পোস্ট না পড়ে কমেন্টে বারবার প্রশ্ন করেন।
তাহলে চলুন দেখে নিই কিভাবে এই ফ্রিনেট ব্যবহার করবেন। এখানে ব্রাউজিং এবং ডাউনলোড দুটোই দেখানো হবে।
প্রথমে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন
প্রথমেই অ্যাপ থেকে আপনি freebasics এ যেয়ে Youdate লিখে সার্চ দিয়ে সাইটটি আপনি যুক্ত করে নিন।
এবার স্ক্রিনশট এ দেখানো Free Mode এ ক্লিক করবেন।
এবার লগিন পেইজ আসবে। এখন প্রথমে ইউজারনেইম এবং পাসোয়াড দিয়ে রেজিষ্ট্রেশন করে লগিন করে নিন।
এবার লগিন করার পর স্ক্রিনশট এ দেখানো জায়গায় ৩ সেকেন্ড প্রেস করে ধরে রাখুন।
এরপর উপরের URL বক্সে আপনি যেই সাইটে যেতে চান সেই সাইটের নাম লিখে GO প্রেস করুন। দেখুন আমি জানতে চাচ্ছি করোণা আপডেট তাই corona.gov.bd সাইটে চলে আসলাম।
তারা এখন শুধু ব্রাউজিং অপশন চালু করেছে ফ্রিতে। আর ডাউনলোড করার জন্য পেইড ইউজার হতে হবে।
কিন্তু আমি এখন আপনাকে আরেকটি সুখবর দিব। এই ব্রাউজিং এবং ডাউনলোড করতে যেই স্ক্রিপ্ট ব্যবহার করা তা চাইলে আপনি নিয়ে আমার থেকে নিয়ে আপনি আপনার নিজের সাইট বানিয়ে নিজে ফ্রিতে ব্রাউজ এবং ডাউনলোড করতে পারবেন। মাত্র ১০০ টাকায় স্ক্রিপ্ট নিতে এখনই আমাকে ইনবক্স করুন।
ফেইসবুকে আমি Rayhan Hosen Refat
যেকোনো সমস্যায় কমেন্টে জানাবেন