আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আচ্ছা,আপনারা সকলেই ফ্রী নেট ব্যবহার করতে চান।তাই না? বিশেষ করে যারা ডাটা ইউজার আছেন তারা। আমি আজকে সে সব ইউজারদের জন্য একটি ফ্রী নেট ট্রিকস নিয়ে এলাম।তবে ট্রিকসটা শুধু গ্রামীণফোন ব্যবহারকারীরা কাজে লাগাতে পারবেন।তাই বাকি সিম এর ব্যবহারকারীরা দয়া করে মন খারাপ করবেন না।
তো চলুন শুরু করি
যে অ্যাপের মাধ্যমে আপনার জিপি সিমে ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেই অ্যাপের নাম Droid VPN। অনেকের কাছে অনেক পরিচিত একটি অ্যাপ।
প্রথমতই,
Droid VPN এর ওয়েব সাইটে গিয়ে আপনাকে একটি নতুন একাউন্ট খুলতে হবে সাইন-আপ করার মাধ্যমে।
সাইন আপের জন্য যা যা লাগবেঃ
○ ইউনিক ইউজারনেম
○ শক্তিশালী পাসওয়ার্ড
○ একটি সক্রিয় মেইল এড্রেস
এই ইনফরমেশন গুলো দেওয়ার পর ক্যাপচা পূরণ করে SIGN UP NOW এ ক্লিক করুন।
এরপর আপনার মেইল এড্রেসে একটি মেইল পাবেন। মেইল থেকে একটিভেশন লিংকে ক্লিক করে একাউন্ট একটিভেট করে নিতে হবে।
তারপর Droid VPN এর মোড ভার্সন ডাউনলোড করতে হবে আপনাদের।মোড অ্যাপের লিংক পোস্টের শেষে দিয়ে দিবো।কেউ আবার না পড়ে, প্লে স্টোর ভার্সন ডাউনলোড করে বলবেন না যে কাজ করছে না।
Droid VPN ডাউনলোড করার পর অ্যাপ ওপেন করে উপরে বাম পাশে Three Dot এ ক্লিক করে সাইন-ইন করে সেটিংস এ যেতে হবে। তারপর সেটিংস এ আপনারা UDP Settings দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।
তারপর নিচের ছবিতে মার্ক করা জায়গা গুলোতে আপনাদের এডিট করতে হবে। কী কী এডিট করতে হবে তা ছবির নিচের অংশে দিয়ে দিলাম।
○ UDP Setting থেকে Remote UDP Port 00 করে দিতে হবে।
○ Choose UDP MODE এ Mode 1 দিতে হবে।
○ TCount 2000 দিতে হবে।
○ RCount 0003 দিতে হবে।
অবশেষে সব সেটিংস করা শেষ।এবার কানেক্ট করলেই ফ্রী নেট উপভোগ করতে পারবেন।কোনো নির্দিষ্ট সার্ভার দেওয়া লাগবে না।
Droid VPN Mod APK☞ CLICK HERE
তবে আপনি একটি একাউন্ট থেকে শুধু মাত্র ১৫০-৩০০ এমবির মতোই ব্যবহার করতে পারবেন। সুতরাং যত বেশী একাউন্ট তত বেশী এমবি,তত বেশী ইন্টারনেট ব্রাউজিং।
আমি জানি অনেকেই প্রমাণ দেখতে চাইবেন।তাদের জন্য নিচের স্ক্রিনশট!
তো আজ এই পর্যন্তই। কথা গুলো সুন্দর সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন।
পোস্টে আর কিছু না হোক একটা লাইক আপনাদের থেকে কাম্য