Site icon Trickbd.com

গ্রামীণফোন কাস্টমারদের জন্য ফ্রি ফেসবুক!

Unnamed

ফেসবুক প্রেমী বন্ধুদের জন্য গ্রামীণফোন
নিয়ে এলো কোন খরচ ছাড়াই, একবারে ফ্রি
ফেসবুক উপভোগের সুযোগ। আপনার সামাজিক
যোগাযোগ মাধ্যমে ব্যস্ত সময় কাটাতে
যেকোন ফেসবুক মোবাইল অ্যাপ্লিকেশন বা
প্রচলিত কোন মোবাইল ব্রাউজার বেছে নিন।
সাথে আরও থাকছে ফ্রি ফেসবুক মেসেঞ্জার।
আপনার জিপি প্রিপেইড সিম থেকে ডায়াল করুন
*৫০১০#, ব্যাস! এত কিছুর পরও কি অপেক্ষায়
থাকবেন? ঝটপট আপনার গ্রামীণফোন সিম
ব্যবহার করে বিনা খরচে পুরো মাসজুড়ে
বন্ধুদের সান্নিধ্যে থাকুন, চালিয়ে যান
আনলিমিটেড ফান আর ইমোশন শেয়ারিং!
অফারে প্রযোজ্য শর্তাবলী নিম্নরূপ: এই
ক্যাম্পেইনটি ২০ এপ্রিল, ২০১৫ থেকে শুরু হয়ে
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড
কাস্টমারদের জন্য প্রযোজ্য স্মার্টফোনে
ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার ও কমোয়ো
মেসেঞ্জার ব্যবহারের জন্য কোন চার্জ
প্রযোজ্য নয়। অন্যান্য ডাটা ভিত্তীক সার্ভিস
অথবা প্রক্সি ব্রাউজার যেমন অপেরা ব্যবহারের
জন্য ডাটা চার্জ প্রযোজ্য অফারটি পেতে
ডায়াল করুন *৫০১০# ফ্রি ফেসবুক অফারটির

মেয়াদ ৩০দিন। মেয়াদ শেষে অফারটি
ডিঅ্যাক্টিভ হয়ে যাবে অপ্ট-ইন এর পর
কাস্টমারগণ ফ্রি ফেসবুক (সর্বোচ্চ ৪জিবি)
উপভোগ করতে পারবেন থ্রিজি প্যাকেজ
ব্যবহারকারী কোন কাস্টমার অফারটি নিয়ে
থাকলে প্রাপ্য ফ্রি ফেসবুক ভলিউম মূল থ্রিজি
প্যাকেজ ভলিউমের সাথে যোগ হবে। তবে
প্রাপ্ত ফ্রি ভলিউম দিয়ে কেবল ফেসবুক,
মেসেঞ্জার ও কময়ো ব্যবহার করা যাবে
ইন্টারনেট ব্যবহারকারী নন এমন কোন
কাস্টমার অফারটি নিয়ে থাকলে মেয়াদ শেষে
(৩০দিন) অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে মেয়াদ
পূর্ণ হওয়ার আগে কোন কাস্টমার প্রাপ্ত ফ্রি
ফেসবুক ভলিউম ব্যবহার করে ফেললে মেয়াদ
পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের জন্য
০.০১টাকা/১০কেবি হারে চার্জ প্রযোজ্য ফ্রি
ফেসবুক অফারে প্রাপ্য ভলিউম ফেসবুক
মেসেঞ্জার ও কমোয়ো মেসেঞ্জারেও ব্যবহার
করা যাবে আনলিমিটেড ও স্মার্টপ্ল্যান ডাটা
প্যাক ব্যবহারকারী কাস্টমারগণ ব্যবহৃত প্যাকটি
ডিঅ্যাক্টভ করার পরই কেবল সঠিক অপ্ট-ইন
এর মাধ্যমে ফ্রি ফেসবুক অফারটি উপভোগ
করতে পারবেন সংশ্লিষ্ট অনলাইন স্টোর থেকে
কাস্টমারদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন
ডাউনলোড করতে হবে কাস্টমার অন্য কোন
থ্রিজি অথবা টুজি প্যাক কিনে থাকলে প্রাপ্ত
ফ্রি ফেসবুক ভলিউমও নতুন প্যাকে রূপান্তরিত
হবে। ফ্রি ফেসবুক উপভোগ করতে
কাস্টমারদের পুনরায় অপ্ট-ইন করতে হবে ফ্রি
ফেসবুকের অবশিষ্ট ভলিউম জানতে ডায়াল করুন
*৫৬৬*১# আর অন্যান্য ইন্টারনেট প্যাক-এর
ভলিউম ব্যালেন্স জানতে *৫৬৭# ডায়াল করতে
হবে ফ্রি ইন্টারনেটের সর্বোচ্চ স্পীড হবে
১এমবিপিএস সর্বোচ্চ গড় স্পীড নির্ভর করবে
ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কখন, কোন
ওয়েবসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে
ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর।
ইন্টারনেট স্পীড কেবল থ্রিজি কাভারেজভূক্ত
এলাকার ক্ষেত্রে প্রযোজ্য। ক্যাম্পেইন
চলাকালীন একজন কাস্টমার ফ্রি ফেসবুক
অফারটি সর্বোচ্চ ২ বার অপ্ট-ইন করতে
পারবেন কাস্টমারের একাউন্টে সর্বনিম্ন ১
পয়সা ব্যালান্স থাকতে হবে এই অফারটি
উপভোগ করার জন্য।http://trickas.com ঘুরে আসবেন।