আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি মেম্বারগন।

কেমন আছেন সবাই?

আশা করি সকলে ভালো আছেন ।

আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে চলে এলাম

নতুন একটি পোস্ট নিয়ে।

আজকের পোস্ট টি হলো কিভাবে নির্দিষ্ট রিচার্জ না করে ফ্রি তে

স্পেশাল কল রেটে কথা বলবেন।

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত সিম হলো

গ্রামীণফোন।

আর গ্রামীণফোন সবসময় ভালো সার্ভিস দিয়ে থাকে বলেই এর

গ্রাহক চাহিদা এত বেশি।

তাই ভালো সার্ভিসের জন্য এই সিমের খরচ বেশি।

কথায় আছে না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ?

আর বাঙালিরা তো সবসময় ফ্রি জিনিস পেলে অনেক খুশি হয়।

তাই আপনাদের ট্রিক টা শেয়ার করতে চলে এলাম

আজকের ট্রিকটি সম্পর্কে অনেকেই জানেন।

যারা জানেন

না শুধুমাত্র তাদের উদ্দেশ্যে পোস্ট করা।

ট্রিকবিডিতে এই সম্পর্কিত একটি পোস্ট আছে,

যারা সেই পোষ্টটি থেকে বুঝতে পারেননি তারা এই পোস্টটি

থেকে দেখতে পারেন

ফ্রি কল রেট

ইউজ করতে হলে প্রথমে আপনাকে

মাই জিপি অ্যাপস এ যেতে হবে।

মাই জিপি অ্যাপস এ যাবেন।

পরের

কাজ হল সেখান থেকে মিনিট অপশনটি সিলেক্ট করবেন।

সেখানে লক্ষ্য করবেন প্রথমেই লেখা আছে ফ্রি কল রেট।

ক্লিক করবেন তারপর

দেখতে পাবেন এমন একটি ম্যাসেজ চলে এসেছে আপনার সিমে।

আপনার এই ফ্রি কল রেট চালু হয়ে যাবে।

তারপর আপনার ইচ্ছামত টাকা রিচার্জ করে আপনি কথা বলতে পারবেন আপনার সিমে কম টাকা কাটবে।

(বি. দ্র অফারের মেয়াদ থাকবে দুই দিন, পরে অফার শেষ হয়ে গেলে আবার একই উপায়ে নিতে পারবেন। মাসে সর্বোচ্চ 10 বার নেওয়া যাবে)

ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডি এর সাথেই থাকবেন।

আল্লাহ্ হাফেজ।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

6 thoughts on "জিপি তে নির্দিষ্ট রিচার্জ ছাড়া যেভাবে স্পেশাল কল রেটে কথা বলবেন"

  1. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    Eta niye post kora ache
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Vai Ami post a bole diyechi post kora ache… Kindly aktu check korben
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
    Link dewa allowed na brother

Leave a Reply